• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ২০২৩
  • " />

     

    বৃষ্টি, বাংলাদেশের ভালো শুরু ভেস্তে ইয়াং-ল্যাথামের দাপটে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ

    বৃষ্টি, বাংলাদেশের ভালো শুরু ভেস্তে ইয়াং-ল্যাথামের দাপটে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ    

    ১ম ওয়ানডে, নিউজিল্যান্ড-বাংলাদেশ (টস-বাংলাদেশ/বোলিং)
    নিউজিল্যান্ড - ২৩৯/৭, ৩০(৩০) ওভার (ইয়াং ১০৫, ল্যাথাম ৯২, চ্যাপম্যান ২০, শরিফুল ২/২৮, মিরাজ ১/৫৩)

     

    ডানেডিনে ম্যাচ শুরুর আগে থেকেই বাগড়া দিচ্ছিল বৃষ্টি। সেটা মাথায় রেখে টসে জিতে বোলিং নিয়ে শুরুটাও দারুণ করেছিল বাংলাদেশ। তবে আরও এক পশলা বৃষ্টির পর খেলা ঘুরিয়ে ফেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াং।

    এক দফাতে বৃষ্টির পর দেরিতে ম্যাচ শুরু হলে প্রথম ওভারেই বাংলাদেশের আনন্দের উপলক্ষ তৈরি করে দেন শরিফুল। তার বেরিয়ে যাওয়া বল রবীন্দ্র উইকেটের পেছনে ঠেলে রানের খাতা খোলার আগেই ফিরলে এক বল পরে সেই হালকা সুইংয়ে নিকোলসকে সামনে টেনে এনে দ্বিতীয় স্লিপে তালুবন্দি করান শরিফুল। প্রথম স্পেল জুড়েই দারুণ বোলিং করে গিয়েছেন তিনি। ম্যাচ তখন ৪৬ ওভারে আসায় ৯ ওভারের পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ড তুলতে পেরেছিল ৩৫ রান।

    তবে ১৩.৫ ওভারে ৬৩ রান তুলে নিউজিল্যান্ড যখন বৃষ্টিতে আবার দম ফেলার সুযোগ পেল সেটার পর থেকে বাংলাদেশি বোলারদের আর দম ফেলার সুযোগ দেননি ল্যাথাম-ইয়াং জুটি। ৪০০০ ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন ল্যাথাম; আর ১৯.২ ওভারে যেয়ে আরও একবার খেলা বন্ধ হওয়ার আগে ১০৯ রান তুলে ফেলেছিল কিউইরা। সেবার খেলা ৩০ ওভারে নেমে এলে এরপর আরও হাত খুলে খেলা শুরু করে তারা। এর মধ্যে আফিফকে বল দেওয়া হলে তার এক ওভারেই দুজনে মিলে নেন ১৭ রান। সেঞ্চুরির সুবাস পেতে থাকা ল্যাথাম অবশ্য রানের চাকা সচল রাখতে গিয়েই ফেরেন পরের ওভারে; মিরাজের বল স্টাম্পে ডেকে এনে থামেন ৭৭ বলে ৯২ রানের দারুণ ইনিংস শেষে।

    তাতে অবশ্য রানের স্রোতে ভাটা পড়েনি একদম। উইকেটে এসেই মিরাজকে চার মেরে শুরু করা চ্যাপম্যান সেই কাজটা করেন ভালোভাবেই। সৌম্যকে বৃষ্টির পর থেকেই এক হাত নিয়ে কিউইরা নিজেদের কর্তৃত্ব ফলান অনায়াসেই। মাত্র ৩১ বলে এই জুটি ৫০ রান তুলে ফেললে ১১ বলে ২০ রানে রান-আউটের শিকার হয়ে ফেরেন চ্যাপম্যান। সেখান থেকেই যেন রান-আউটের হিড়িক পড়ে যায়; সৌম্যের শেষ ওভারে হয়েছে ৩টি রান-আউট! ইয়াং যথারীতি ৮২ বলে সেঞ্চুরি তুলে নিলে তিনিই রান-আউটের শিকার হয়ে শেষ ওভারে প্রথম থামেন ৮৪ বলে ১০৫ রানের দারুণ ইনিংস শেষে। পরের ব্লান্ডেল ও অভিষিক্ত ক্লার্কসনের একই পরিণতি হলেও শক্ত একটা ভিত পেয়ে গিয়েছে কিউইরা।