• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    হারায়নি, চুরিও যায়নি : কোথায় ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন?

    হারায়নি, চুরিও যায়নি : কোথায় ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন?    

    সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলার আগে হুট করে ইন্সটাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন ডেভিড ওয়ার্নার। সেখানে বেশ আবেগী গলাতেই জানান, তার ১১১ টেস্ট পুরনো ব্যাগি গ্রিন অর্থাৎ অভিষেক টেস্টের ক্যাপটা নাকি হারিয়ে গেছে। কাতর কন্ঠে নিবেদন করেন, কেউ যদি সেই ব্যাগি গ্রিনটা খুঁজে পান, সেটা যেন তাকে ফিরিয়ে দেন। পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ওয়ার্নার, এমনকি ইস্যু গড়িয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত। ওয়ার্নার সেই ক্যাপ অবশ্য ফেরত পেয়েছেন সিডনি টেস্ট চলাকালীনই । কিন্তু নতুন খবর হচ্ছে, ওয়ার্নারের ব্যাগি গ্রিন নাকি হারায়নি, চুরিও যায়নি।  

    তাহলে কী হয়েছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিনের? কোথায়, কখন, কীভাবে হারালেন? কীভাবেই বা ফেরত পেলেন? এই প্রশ্নগুলো উঠলেও ওয়ার্নারের বিদায়ী টেস্টের আবহে পালে হাওয়া পায়নি। তবে  অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য এজ’-জানিয়েছে ওয়ার্নারের ব্যাগি গ্রিন হারানো, ফেরত পাওয়ার আদ্যপান্ত।

    এমসিজিতে বক্সিং ডে টেস্ট শেষ করে সিডনিতে দলের সঙ্গে এসেছিলেন ওয়ার্নার। ব্যাকপ্যাক খুলে খুঁজে পাননি তার ব্যাগি গ্রিন। তোলপাড় শুরু হয় সিডনি ও মেলবোর্নে। খোঁজাখুঁজি শুরু করে কোয়ান্টাস এয়ারলাইন্স, টিমের নিরাপত্তা সদস্য থেকে শুরু করে দুই শহরের যে হোটেলে অস্ট্রেলিয়া ছিল তার স্টাফরা। ‘দ্য এজ’ জানিয়েছে তখন ওয়ার্নারের ক্যাপ রাখা ব্যাগটি তখন ছিল সিডনির ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এক রুমে। যেখানে ছিল দলের বাকি সবার ব্যাগও। 

    তাহলে হারিয়ে যাওয়ার ব্যাপারটি এলো কীভাবে? ব্যাগি গ্রিন-সহ ব্যাকপ্যাকটি ওয়ার্নার রেখেছিলেন হাফ কফিন ক্রিকেট ব্যাগে। আকারে ছোট সরঞ্জামগুলো ক্রিকেটাররা সেই ব্যাগে নিয়েই ভ্রমণ করেন সাধারণত। হাফ কফিন ব্যাগে ব্যাগি গ্রিনসহ ব্যাকপ্যাক রাখা আছে, ওয়ার্নার নিজেই ভুলে গিয়েছিলেন। হারানো ব্যাকপ্যাকটি কোথায় থাকতে পারে, সেই প্রশ্ন করার পর ওয়ার্নার বলেছিলেন, ‘ফুল কফিন ব্যাগের কথা। 

    হাফ কিংবা ফুল কফিন ব্যাগ; সবকটিতেই ছিল ওয়ার্নারের নামের লেবেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে হাফ কফিন ব্যাগে ওয়ার্নারের সেই ব্যাকপ্যাক ছিল টিম রুমের অন্য একটি অংশে। আর এমনভাবে ছিল, ওয়ার্নারের নামের লেবেলের অংশটি ছিল দেয়ালের দিকে মুখ করা। কারো নজরেই পড়েনি তখন। 

    নিজেদের ইতিহাসের সেরা টেস্ট ওপেনারদের একজন ওয়ার্নার। তার বিদায়ী টেস্টের ব্যাগি গ্রিন থাকবে না মাথায়, মানতে পারেননি টিম ম্যানেজার ক্যাথরিন উইটম্যান। ৪ জানুয়ারি সিডনি টেস্ট চলাকালীন সবগুলো ব্যাগেই তন্নতন্ন করে খোঁজ হয় ওয়ার্নারের টেস্ট ক্যাপ। সেই উদ্ধার অভিযানের পর খুঁজে পাওয়া যায় ওয়ার্নারের টেস্ট ক্যাপ। 

    সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্টটা ওয়ার্নার নতুন ক্যাপ পরে শুরু করলেও শেষ করেছেন খুঁজে পাওয়া পুরনো সেই ব্যাগি গ্রিন মাথায় রেখেই। জায়গায় জায়গায় সেলাই খুলে যাওয়া সেই ব্যাগি গ্রিনেই ফুটে উঠত লাল বলের ক্রিকেটের প্রতি তার আত্মত্যাগ আর নিবেদন।