'ডাবলের চেয়ে দামী চ্যাম্পিয়নস লিগ'
লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়তে হয়েছিল অনেকটাই। তবে শেষভাগের নাটকীয়তায় বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ঘাড়ে নিঃশ্বাস ফেলে গেছে শিরোপা ধরে রাখা বার্সেলোনার। মেসি-নেইমাররা এরপর জিতে নিয়েছেন কোপা দেল রে’ও। তবে কাতালানদের এই ‘ডোমেস্টিক ডাবল ‘-এর চেয়েও একটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা বেশী দামী বলে মনে করেন রোনালদো। ইউরোপসেরা নির্ধারণের লড়াইয়ে আগামীকাল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে এমনটাই বলছেন লস ব্ল্যাঙ্কোদের সবচেয়ে বড় তারকা।
কোনটা নেবেন, একটি চ্যাম্পিয়নস লিগ নাকি দুটো লিগ আর কাপ? এমন প্রশ্নে রোনালদোর জবাব, “চ্যাম্পিয়নস লিগ জেতাটা বার্সেলোনার ডাবলের চেয়ে অনেক বেশী কিছু। এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার এবং আমি সেটা মন থেকেই বলছি।”
মৌসুমজুড়ে সময়ে সময়ে রোনালদোদের টিপ্পনি কেটে খবরের শিরোনাম হয়েছেন বার্সা ব্যাক পিকে। ব্যাপারটা ‘ইতিবাচক’ভাবেই নিচ্ছেন রোনালদো, “একটা শিরোপা জিতেও ওঁদের রোনালদোর কথা মনে করতে হয়! সেটা ভালো দৃষ্টিকোণেই হোক আর খারাপ, ব্যাপারটা অবিশ্বাস্যই।”
তবে পিকের সাথে তাঁর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বলেই বলছেন রোনালদো। কিন্তু সামগ্রিকভাবে বার্সেলোনা তাঁর কাছে কতোটা বিরাগের নামান্তর সেটা বোঝা গেলো ‘পুত্র কোনোদিন বার্সেলোনা সমর্থক হলে কী করবেন’ এই প্রশ্নের জবাবে, “ওটা কখনই হবে না। সে আমার ছেলে না! তবে যদি হয়েই যায়, তাহলে মেনে নেবো। আমি নিজে ওকে কোনোদিন ন্যূ ক্যাম্পে নিয়ে যাবো না। তবে (সে নিজে থেকে গেলে) সেজন্য তাকে শাস্তিও দেবো না, শত হলেও নিজের ছেলে তো!”