• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের সামনে ফাইনালের 'প্রলোভন'

    রিয়ালের সামনে ফাইনালের 'প্রলোভন'    

    ক’ ঘন্টা আগেই রোনালদো বলছিলেন, চ্যাম্পিয়নস লিগ জেতাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। তাঁর ক্লাবের জন্যও শিরোপাটা কতোটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে জয়ের জন্য ঘোষিত আগাম প্রণোদনাতেই। ২০১৪ সালের ডিসেম্বরে জেতা ক্লাব ওয়ার্ল্ড কাপের পর বার্নাব্যুতে যায় নি আর কোনো শিরোপা। আগামীকালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জিতলেই তাই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে ছয় লাখ করে ইউরো!

     

    নাম-যশের ব্যাপার তো আছেই, আগামীকালের ফাইনালটার অর্থমূল্যও কোনো অংশে ফেলে দেয়ার মতো নয়। এই ম্যাচ জেতা দল টিকিট কাটবে উয়েফা সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের। যে দলই তাই কাল জিতুক, পকেটে পুরবে প্রায় ১২ কোটি ইউরো।

     

    আর রিয়াল মাদ্রিদের জন্য সেটা হয়ে যাচ্ছে জনপ্রতি ৬ লাখ ইউরো। রিয়ালের হয়ে এ মৌসুমে মাঠে নেমেছেন এমন প্রত্যেকেই পাবেন এই অংক, সেটা যে ক’ ম্যাচই তাঁরা খেলুন না কেন। এছাড়া রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়সহ ক্লাব সংশ্লিষ্ট সবাই পাবেন একটি নির্দিষ্ট অংকের বোনাস।

     

    ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়ালের খেলোয়াড়রা পেয়েছিলেন ২ লাখ করে ইউরো। আর গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনার খেলোয়াড়দের মোট আয় ছিল ৫ কোটি ২০ লাখ ইউরোর মতো। এ যাত্রায় এক চ্যাম্পিয়নস লিগ জিতেই জিদানের দল পাবে প্রায় ২ কোটি ইউরো!