• বিপিএল
  • " />

     

    ২০২৪ বিপিএলের রাজা বরিশাল

    ২০২৪ বিপিএলের রাজা বরিশাল    

    বিপিএল ২০২৪
    ফাইনাল (টস - বরিশাল/বোলিং)
    কুমিল্লা ভিক্টোরিয়ানস - ১৫৪/৬, ২০ ওভার (অংকন ৩৮, রাসেল ২৭*, যাকে ২০, ফুলার ২/৪৩, ম্যাকয় ১/২৪, মেয়ার্স ১/২৬)
    ফরচুন বরিশাল - ১৫৭/৪, ১৯ ওভার (মেয়ার্স ৪৬, তামিম ৩৯, মিরাজ ২৯, মঈন ২/২৮, মোস্যাফিজ ২/৩১)
    ফলাফল - বরিশাল ৬ উইকেটে জয়ী


    এর আগে কখনও বিপিএল ফাইনাল হারেনি কুমিল্লা, অন্যদিকে আগে কখনোই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। সেসব সমীকরণকে তুড়ি মেরে উড়িয়ে বিপিএল জিতল তামিম, মুশফিক, রিয়াদদের বরিশাল।

    ১৫৫ রানের লক্ষ্য বরিশাল হয়ত এর চেয়ে ভালো শুরু চাইতে পারত না বরিশাল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গী করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। আক্রমণের ব্যাটনটা মিরাজ বুঝে নিলে তামিমও নিজের স্বভাবজাত খেলাটা খেলতে সমর্থ হয়। অষ্টম ওভারে যখন তাদের ওপেনিং জুটিটা ভাঙে ততক্ষণে দুজনে মিলে তুলে ফেলেছিলেন ৭৬ রান।

    তবে মিরাজ যখন ২৯ রানে থামলেন, মেয়ার্স এসে শুরুটা সেখান থেকেই করলেন। দুর্দান্ত ফর্মে থাকা মেয়ার্স ফাইনালেও নিজেকে চেনালেন আরেকবার। ৩০ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে রান তাড়ার কাজটা একেবারেই সহজ করে দিয়েছিলেন তিনি। সেই সাথে মঈনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২৬ বলে ৩৯ রানে তামিম এর আগেই পথটা দেখিয়ে দিয়েছেন। শেষদিকে ম্যাচ কিছুটা কঠিন হয়ে এলেও মাহমুদউল্লাহ-মিলার জুটি দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন এক ওভার হাতে রেখেই।
    ব্যাট হাতে কুমিল্লার শুরুটা একেবারেই আশানুরূপ হয়নি। পাওয়ারপ্লেতেই কুমিল্লা হারিয়ে বসে ৩ উইকেট, সেটাও দুই ওপেনারের সাথে ফর্মে থাকা তাওহিদ হৃদয়ের উইকেট ছিল তাতে। সেখান থেকেও হয়ত কুমিল্লা উঠে আসতে পারত। তবে গতানুগতিক চিন্তাভাবনা করে নিজেদের পায়ে নিজেরাই যেন কুড়াল মেরেছিল কুমিল্লা। আন্দ্রে রাসেল, মঈন আলীদের বসিয়ে রাখার সিদ্ধান্তটা শেষমেশ ভুগিয়েছে তাদের।আগে নামানো জনসন চার্লস খেলেছেন শতরানের নিচের স্ট্রাইক রেটের ইনিংস। মাহিদুল ইসলাম অংকনও বল হজম করেছেন সমানে। ৩৫ বলে ৩৮ রান করে বিপদ সামাল দিতে একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন তিনি।

    উইকেটে যে কোনও জুজু ছিল না সেটাও নেমেই প্রমাণ করেছিলেন আন্দ্রে রাসেল। তখন পর্যন্তও সফলতার সাথে বল করা যাওয়া ফুলারকে আক্রমণ করে সেটা রাসেল দেখালেও ৪ ছয়ে তার খেলা ১৪ বলে ২৭ রানের ইনিংসটা কুমিল্লার আক্ষেপ হয়ত বাড়িয়েছে বহুগুণে।