• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফাইনালের আগে মিলানে বোমাতংক

    ফাইনালের আগে মিলানে বোমাতংক    

    আর মাত্র ক’ ঘন্টা বাদেই এ শহরের ঐতিহ্যবাহী সান সিরো স্টেডিয়ামে ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে নামবে মাদ্রিদের দুই ক্লাব। তবে শেষ মুহূর্তে ইতালির মিলান খবরের শিরোনাম নেতিবাচক কারণেই। স্থানীয় একটি ট্রেন স্টেশনে সন্দেহজনক বস্তু পাওয়া যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় শহরটির মেট্রো সার্ভিস। ফলে বিপাকে পড়ে স্টেডিয়ামগামী দর্শকের স্রোত।

     

     

    চ্যাম্পিয়নস লিগ ফাইনাল উপলক্ষে মিলানে এখন ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ই। আর সান সিরোতে যাতায়াতের একটি বড় পথ ক্যাদোরনা মেট্রো স্টেশনেই পাওয়া যায় সন্দেহজনক ওই বস্তু। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, জনৈক নারীকে ওই স্টেশনের সিঁড়িতে একটি ব্যাগ রেখে দ্রুত সটকে পড়তে দেখা যায়। এরপরই মূলত সতর্কবার্তা জারি করে ওই স্টেশনের অন্তত দুটো যাতায়াত পথ বন্ধ করে দেয় পুলিশ। এ সময় স্টেশনটি খালি করে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় শহরের মেট্রো সার্ভিস।

     

    তবে সন্দেহজনক বস্তুটি পরীক্ষানিরীক্ষা করে পুলিশ জানিয়েছে, এতে বিপদজনক কিছু পাওয়া যায় নি।

     

    চরমপন্থি সংগঠন আইএস আসন্ন ইউরোতে নাশকতার পরিকল্পনা করছে- জার্মান গোয়েন্দা সংস্থার তরফে এমন আশংকা প্রকাশের পরপরই এমন খবরে বেশ আতংক ছড়িয়ে পড়ে। আগামী মাসে ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরো নিয়ে নাশকতার শংকা প্রকাশ করা হয়েছে ফরাসি গোয়েন্দাদের পক্ষ থেকেও।