মুমিনুলের লড়াইয়ের পরও সিলেটে বাংলাদেশের বড় হার
শ্রীলংকা ২৮০ ও ৪১৮
বাংলাদেশ ১৮৮ ও ১৮২
ফলঃ শ্রীলংকা ৩২৮ রানে জয়ী
ম্যাচের গল্পটা লেখা হয়ে গেছে তৃতীয় দিনের পরেই। ৫০০র বেশি রান তাড়া করে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৫ উইকেট, চতুর্থ দিনটা এক অর্থে ছিল কেবল আনুষ্ঠানিকতা। মুমিনুল হকের জন্য শ্রীলংকার জয়টা একটু পিছিয়েই এই যা। তবে শেষ পর্যন্ত ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে সিলেট টেস্টে অসহায় আত্মসমর্পণই করেছে বাংলাদেশ।
চতুর্থ দিন সকালেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাইজুলই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার, তবে আজ তিনি কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে গেছেন ৬ রানেই। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভালো একটা জুটি গড়ে তুলেছিলেন মুমিনুল। যখন মনে হচ্ছিল দুজন লাঞ্চ পার করে আসবেন, তখনই মিরাজ রাজিথার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হয়ে গেলেন ৩৩ রানে। ভাঙল দুজনের ৬৬ রানের জুটি।
এরপর শরিফুলকে নিয়ে আরেকটি জুটি গড়েছিলেন মুমিনুল। ৪৭ রানের জুটি ভাঙেন রাজিথা, পরের বলেই খালেদকে ফিরিয়ে তুলে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত মুমিনুল অপরাজিত ছিলেন ৮৭রানে, শেষ ব্যাটসম্যান হিসেবে রানাকে আউট করেছেন লাহিরু কুমারা। সিরিজে ১-০ ব্যবধানের লিড নিয়েছে শ্রীলংকা।