অথচ দুই দলের 'দশ নম্বর'ই নেই!
জার্সিটাকে বলাই হয় ‘প্লে মেকার’-এর, অর্থাৎ খেলাটা যিনি সোজা বাংলায় 'বানিয়ে' দেন। ফুটবল মাঠে ‘দশ নম্বর’-এর গুরুত্ব নতুন করে বর্ণনা করার কিছু নেই। সাধারণত দলের সবচেয়ে আস্থাভাজন খেলোয়াড়টির পিঠেই ওঠে সংখ্যাটা। অথচ ইউরোপসেরা নির্ধারণের লড়াইয়ে আজ যখন মাঠে নামছে মাদ্রিদের দুই ক্লাব, কোনো দলেরই প্রথম একাদশে থাকছেন না দশ নম্বর জার্সি পরিহিত কেউ।
রিয়াল মাদ্রিদে বর্তমানে জার্সিটির দখল হামেস রদ্রিগেজের। তবে কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার মৌসুমজুড়েই প্রথম একাদশে তেমন জায়গা পান নি। রাফা বেনিতেজ গিয়ে জিনেদিন জিদান এলেন, রদ্রিগেজকে কিক-অফগুলো দেখতে হল সাইড বেঞ্চে বসেই। আজকের ফাইনালেও তাই তাঁকে থাকতে হবে বদলি সুযোগের অপেক্ষাতেই।
ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের ‘দশ নম্বর’ অলিভার তোরেসকে সাইড বেঞ্চেও দেখা যাবার সম্ভাবনা ক্ষীণ। মৌসুম শেষেই দলবদলের অপেক্ষায় থাকা এই স্প্যানিশ মিডফিল্ডার সিমিয়নের হিসেবের বাইরে আছেন বেশ কিছুদিন।
ক্লাব ফুটবলের খোঁজখবর যারা রাখেন তাঁদের কাছে অবশ্য মজার ব্যাপারটা অজানা নয় যে, এই দু’ দলের মধ্যকার দু’ বছর আগের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটিতেও মাঠে ছিল না কোনো দশ নম্বর জার্সি। সেবার রিয়ালের মেসুত ওজিল মৌসুম শুরু হবার পর ক্লাব বদলেছিলেন। আর অ্যাটলেটিকোর আর্দা তুরানকে চোটের কারণে থাকতে হয়েছিল দর্শক হয়ে।