• শ্রীলংকার বাংলাদেশ সফর
  • " />

     

    চট্টগ্রামেও প্রথম দিনটা শ্রীলঙ্কার

    চট্টগ্রামেও প্রথম দিনটা শ্রীলঙ্কার    

    ২য় টেস্ট, চট্টগ্রাম, বাংলাদেশ-শ্রীলঙ্কা (টস-শ্রীলঙ্কা/ব্যাটিং)
    শ্রীলঙ্কা - ৩১৪/৪, ৯০ ওভার (মেন্ডিস ৯৩, করুনারত্নে ৮৬, মাদুশকা ৫৭, হাসান ২/৬৪, সাকিব ১/৬০)
    ১ম দিন, স্টাম্পস


     

    প্রথম টেস্ট শ্রীলঙ্কা যেখানে শেষ করেছিল, দ্বিতীয় টেস্টেও শুরু করেছে সেখান থেকে। ওপেনিং জুটি থেকেই বাংলাদেশের ওপর চেপে বসে পুরো দিনটাই নিজেদের করে নিয়েছে সফরকারিরা। সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে। তবে প্রথম দিনেই কর্তৃত্ব স্থাপনের পর সেটা নিয়ে হয়ত খুব একটা চিন্তা করবেন না তারা, যতটা চিন্তা থাকবে বাংলাদেশ শিবিরে, ম্যাচে ফেরা নিয়ে।

    অথচ দিনের শুরুতে নিজেদেরকে এগিয়ে নিতে পারত বাংলাদেশ। অভিষিক্ত হাসান মাহমুদ মাত্র ষষ্ঠ ওভারেই খুঁজে পেয়েছিলেন নিশান মাদুশকার ব্যাটের কানা; তবে দ্বিতীয় স্লিপে ক্যাচ পড়লে সেই যাত্রায় উইকেট পাওয়ার আনন্দে আর মাতা হয়নি তার। সেই মাদুশকাই প্রথম সেশনে রাজ করে পেয়ে যান ফিফটিও। হাসানের পোড়া কপাল বলতেই হয়; প্রথম সেশনে করুনারত্নেকেও ফেরানোর জোগাড়যন্ত্র করে সাফল্যের মুখ দেখা হয়নি। বাউন্সারে করুনারত্নেকে কাবু করেছিলেন, খেই হারিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়েই ফিরতেন এই বাঁহাতি ওপেনার। তবে বলটা ঠিকমত পড়তেই পারেননি বাউন্ডারি দড়ি থেকে অনেকটাই এগিয়ে থাকা সাকিব; উলটো পিছিয়ে গিয়ে ক্যাচ নিতে না পেরে ছয় বানিয়ে দিলেন সেবার। দারুণ এক প্রথম সেশনের পর মাদুশকা থেমেছিলেন তাও রান আউট হয়ে; সেটাও হাসানের থ্রো থেকে। প্রয়োজন ছাড়াই দুই রান নিতে গিয়ে উইকেটটা ৫৭ রানে মাদুশকা ছুঁড়ে দিয়ে এলেও শ্রীলঙ্কা অবশ্য পথ হারায়নি।