• অন্যান্য
  • " />

     

    অ্যাটলেটিকো-রিয়ালসহ যে ২২টি ক্লাব খেলবে ক্লাব বিশ্বকাপে...

    অ্যাটলেটিকো-রিয়ালসহ যে ২২টি ক্লাব খেলবে ক্লাব বিশ্বকাপে...    

    প্রথমবারের মতো ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। বর্তমান ফরম্যট অনুযায়ী ছয় মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে প্রতি বছরই হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে এই বছরের পর থেকেই বদলে যাচ্ছে নিয়ম।২০০০ সালে শুরু হলেও সেভাবে জনপ্রিয়তা পায়নি টুর্নামেন্টটি। আর্থিকভাবেও তেমন লাভবান হয়নি ফিফা। তাই  সত্যিকারের বৈশ্বিক রূপ দিতেই এর কাঠামো বদলে ফেলা হচ্ছে। 


    নতুন মডেলে ইউরোপ থেকে খেলবে সর্বোচ্চ ১২টি দল। কনমেবল থেকে ৬টি, কনকাকাফ, আফ্রিকা ও এশিয়া থেকে থাকবে চারটি করে দল। ওশেনিয়ার সাথে  স্বাগতিক দেশের হয়ে খেলবে একটি করে ক্লাব।  ২০২১-২০২৪ সাল পর্যন্ত সকল মহাদেশের চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পাবে সরাসরি মূলপর্বে খেলার। 

    ইউরোপের গত তিন আসরের চ্যাম্পিয়ন চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি ইতোমধ্যে জায়গা করে নিয়েছে মূল আসরে। এই আসরের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী যুক্ত হবে তাদের সাথে । বাকি ৮ দল বেছে নেয়া হবে এই চার বছরের ক্লাব র‍্যাংকিংয়ের ভিত্তিতে দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তেদোরসের চার আসরের চ্যাম্পিয়নদের সাথে আরো দুটি ক্লাব খেলবে চার বছরের র‍্যাংকিংয়ের ভিত্তিতে।  


    কনকাকাফ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের জন্য অবশ্য র‍্যাংকিং প্রযোজ্য নয়। ২০২১-২৪; এই চার বছরে প্রতিটি মহাদেশ থেকে চারটি করে চ্যাম্পিয়ন ক্লাব সরাসরি খেলবে ক্লাব বিশ্বকাপে। ওশেনিয়া মহাদেশ থেকে খেলতে পারবে একটি মাত্র ক্লাব। তবে এদের বাছাই প্রক্রিয়া একটু আলাদা। ওশেনিয়ার চ্যাম্পিয়নদের চার বছরের র‍্যাংকিং বিবেচনায় বেছে নেয়া হবে একটি ক্লাব।

    এখন পর্যন্ত ইউরোপের ১১টি ক্লাব যোগ দিয়েছে নতুন আসরে। সর্বশেষ বার্সেলোনাকে টপকে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর একটি জায়গা বাকি আছে, যদি আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ জেতে তারা জায়গা পাবে তারা। নইলে জায়গা পাবে অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ।

     

    এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্লাবের জায়গা নিশ্চিত 

    ইউরোপঃ চেলসি, ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো,ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস, অ্যাটলেটিকো 

    কনমেবলঃ (দক্ষিণ আমেরিকা) ফ্ল্যামেঙ্গো, পালমেইরাস, ফ্লুমিনেন্স

    কনকাকাফঃ সিয়াটল সাউন্ডার্স, লিওন, মনতেরেই

    এশিয়াঃ আল হিলাল, উরাওয়া রেড ডায়মন্ডস

    আফ্রিকাঃ আল আহলি, ওয়াইদাদ ক্লাসাব্লাংকা

    ওশেনিয়াঃ অকল্যান্ড সিটি