• অন্যান্য খবর
  • " />

     

    'ইউরোপিয়ান গোল্ডেন শু'-এর দৌড়ে এগিয়ে কারা

    'ইউরোপিয়ান গোল্ডেন শু'-এর দৌড়ে এগিয়ে কারা    

    ইউরোপিয়ান গোল্ডেন শু নিয়ে উন্মাদনা না থাকলেও সমর্থকদের আগ্রহটা বরাবরই থাকে। খেলোয়াড়েরা অবশ্য এই পুরস্কার জিতলেই যে দলের হয়ে শিরোপা জিতে বসেন এমনটাও নয়। এই ধরুন এবারের কথাই - হ্যারি কেইন বায়ার্নে এলেন, যথারীতি প্রত্যাশা অনুযায়ী গোল বন্যায় বুন্দেসলিগা ভাসিয়ে দিচ্ছেন, রবার্ট লেভানডফস্কির রেকর্ডটাও হুমকির মুখে ফেলে দিয়েছেন। অথচ ১১ বছর পর বায়ার্ন খুইয়ে বসল বুন্দেসলিগা শিরোপা।

    তবে গোল্ডেন শুটা হয়ত কেইন পেতে যাচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা সেরু জুরাসির থেকেও ৮ গোলের দূরত্বে এগিয়ে তিনি! মৌসুমে অবিশ্বাস্য কিছু কেউ করে না বসলে এদিকে কেইনকে আটকানো তাই হয়ত প্রায় অসম্ভব। এক নজরে দেখে নিন এই দৌড়ে কার অবস্থান কোথায়।

     

    হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
     ৩৩ গোল (৬৬ পয়েন্ট)

    সেরু জুরাসি (ভিএফবি স্টুটগার্ট)
    ২৫ গোল (৫০ পয়েন্ট)

    কিলিয়ান এমবাপে (পিএসজি)
    ২৪ গোল (৪৮ পয়েন্ট)

    লতারো মার্টিনেজ (ইন্টার মিলান)
    ২৩ গোল (৪৬ পয়েন্ট)

    লুইস ওপেন্দা (আরবি লাইপজিগ)
    ২৩ গোল (৪৬ পয়েন্ট)

    আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
    ২০ গোল (৪০ পয়েন্ট)

    কোল পালমার (চেলসি)
    ২০ গোল (৪০ পয়েন্ট)