• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে কারা, যেতে পারা কারা

    শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে কারা, যেতে পারা কারা    

    পরের মৌসুম থেকে বদলে যাচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। সেখানে লিগের কো-এফিশিয়েন্ট পয়েন্ট অনুযায়ী এবার ইতালি ও জার্মানি থেকে পাঁচটি ক্লাব খেলার সুযোগ পাচ্ছে। তাই ইংল্যান্ড থেকে এবার চারটি ক্লাবই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে। পাশাপাশি স্পেন থেকে চারটি ও ফ্রান্স থেকে খেলবে তিনটি ক্লাব।

    জার্মানি থেকে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুবাদে চ্যাম্পিয়নস লিগের জায়গা পেয়ে গিয়েছে বেয়ার লেভারকুসেন। একইভাবে স্পেন থেক রিয়াল মাদ্রিদ, ইতালি থেকে ইন্টার মিলান ও ফ্রান্স থেকে পিএসজি চ্যাম্পিয়ন হয়ে তাদের টিকিট কেটে ফেলেছে। ইংল্যান্ড থেকে এখনও চ্যাম্পিয়ন নির্ধারিত না হলেও আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল জায়গা পেয়ে গিয়েছে। অ্যাস্টন ভিলাও তারই দ্বারপ্রান্তে; জায়গা না হলেও ইউরোপা লিগের জায়গা তারা নিশ্চিত করে ফেলেছে। মূলত তাদের লড়াইটা এখন টটেনহামের সাথে। 

    শীর্ষ পাঁচ লিগ ছাড়াও নেদারল্যান্ডস থেকে দুটি এবং পর্তুগাল, বেলজিয়াম, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একটি করে দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। এছাড়া ইউরোপা লিগ জেতার সুবাদে একটি দল তো জায়গা পাবেই; সেই সাথে এবার ইউয়েফার সাম্যাবস্থা ফেরানোর পদক্ষেপ হিসেবে ইউরোপা লিগ খেলা দল থেকে একটি দল জায়গা পাবে পরের মৌসুমে - যেই জায়গাটা এখন পর্যন্ত বেনফিকার দখলে আছে।

    এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষ পাঁচ লিগ থেকে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে জায়গা করে নিয়েছে কোন দলগুলো।

     

    ইংল্যান্ড - আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল

    স্পেন - রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জিরোনা

    জার্মানি - বেয়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, ভিএফবি স্টুটগার্ট, আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড

    ইতালি - ইন্টার মিলান, এসি মিলান

    ফ্রান্স - পিএসজি