হৃদয়-জাকেরের জুটি, বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সিরিজ জয় বাংলাদেশের
৩য় টি-টোয়েন্টি, বাংলাদেশ-জিম্বাবুয়ে, চট্টগ্রাম (টস-জিম্বাবুয়ে/বোলিং)
বাংলাদেশ-১৬৫/৫, ২০ ওভার (হৃদয় ৫৭, জাকের ৪৪, মুজারাবানি ৩/১৪)
জিম্বাবুয়ে- ১৫৬-/৯, ২০ ওভার (আকরাম ৩৪*, মারুমানি ৩১, সাইফউদ্দিন ৩/৪২)
বাংলাদেশ ৯ রানে জয়ী
সাইফউদ্দিনের শুরুর স্পেলের সাথে তানজিম সাকিবের আঘাতে পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারায় ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে। মাঝে ক্যাম্পবেল ঝড়ের আভাস দিলেও সেটা স্থায়ী হয়নি। শেষদিকে ক্যামিওতে অবশ্য ম্যাচ জমিয়ে তুলেছিলেন আকরাম। তবে সাইফউদ্দিন-রিশাদ-তাসকিনদের সম্মিলিত বোলিংয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল সিরিজ।
পেসারদের তোপে পাওয়ারপ্লেতেই পিছিয়ে পড়েছিল জিম্বাবুয়ে
শেষ ওভারে তাসকিন ক্যাচ না ছাড়লে পেতেন আরেকটা উইকেট
আজ রান আটকানো বোলিং করেছেন তাসকিন
প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটিতে দলকে ম্যাচে ফিরিয়েছেন হৃদয়
পাঁচে নেমে খেলেছেন দারুণ এক ইনিংস। হৃদয়ের সাথে গড়েছেন ৮৭ রানের ম্যাচ বাঁচানো জুটি