• বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০২৪
  • " />

     

    ব্যাটারদের ব্যর্থতার দিনে ম্যাচ জেতালেন সাকিব-মোস্তাফিজ-তাসকিন

    ব্যাটারদের ব্যর্থতার দিনে ম্যাচ জেতালেন সাকিব-মোস্তাফিজ-তাসকিন    

    শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। শান্ত বল তুলে দিলেন সাকিবের হাতে। সেই ওভারের প্রথম বলেই লং অনে মাসাকাদজার ক্যাচ ছেড়ে দেন তানজিদ। পরের বল মুজারাবানি মিস করলেও তৃতীয় বলে মারেন ছক্কা। ৩ বলে ৭ রানের সমীকরণকে সামনে রেখে সেই মুজারাবানিকে টার্নিং এক ডেলিভারিতে স্টাম্পিং করান সাকিব। ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। এরপর এনগারাভাকে দারুণ এক লেংথ বলে বোল্ড করে দলকে জেতান সাকিব। 

    ব্যাট হাতে আজ ব্যর্থ দিন গেলেও বল হাতেই জ্বলে উঠেছেন সাকিব। চার ওভারের স্পেলের দুই বল বাকি রেখেই নিয়েছেন চার উইকেট, ৩৫ রানের খরচায়। 

    আইপিএলে খেলে আসা মোস্তাফিজও আজ দারুণ ছন্দে ছিলেন

     

    এর আগে ওপেনিং জুটিতে ১০১ রান তুলেও ১৪৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।হতশ্রী ব্যাটিংয়ে শেষ নয়টা উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র ৪২ রানের মধ্যে। আধুনিক টি-টোয়েন্টির যুগে এমন ব্যাটিং ধ্বস, তাও নিজেদের চেনা কন্ডিশনে; কী বলবেন একে? দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ছাড়া এমন ধ্বস নামানো সম্ভব নয়। 

    সাবলীল ব্যাটিংয়ে অনায়াসে শতরান পেরিয়ে যায় তানজিদ-সৌম্যের জুটি। জংওয়েকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তানজিদ। তবে ফেরার আগে ঠিকই দলকে বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়ে যান। তানজিদের পর সৌম্য আউট হয়েছেন লো ফুলটস মিস করে। লেগ বিফোরের শিকার। এরপর আর সুবিধা করতে পারেননি কেউ। ১০ মাস পর দলে ফেরা সাকিব বোল্ড হয়েছেন বেনেটের বলে, একই স্টাইলের ডেলিভারিতে আউট হয়েছেন শান্তও। হৃদয়-জাকের-রিশাদ; সবাই আজ আউট হয়েছেন সিংগেল ডিজিটে।