• কোপা আমেরিকা
  • " />

     

    কেমন হতে পারে আর্জেন্টিনার কোপার স্কোয়াড? কেন নেই দিবালা?

    কেমন হতে পারে আর্জেন্টিনার কোপার স্কোয়াড? কেন নেই দিবালা?    

    ব্রাজিল দল দিয়ে দিলেও কোপা আমেরিকার দল এখনো ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে কোপা শুরুর আগে হন্ডুরাস ও ইকুয়েডরের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুইটি প্রস্তুতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ধারণা করা হচ্ছে, এই ২৯ জনের দল থেকেই তিন জন ছেঁটে কোপার জন্য ২৬ জনের দল ঘোষণা করবেন তিনি। 

    আর্জেন্টিনার ২৯ সদস্যের দলে সবচেয়েবড় চমক পাউলো দিবালার না থাকা। প্রায় নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, কোপা আমেরিকাতেও থাকছেন না এই প্লেমেকার। ইনজুরির জন্য নয়, ট্যাকটিক্যাল কারণেই দিবালাকে রাখা হয়নি বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল এবং এই সিদ্ধান্ত এর মধ্যে দিবালাকে জানিয়েও দেওয়া হয়েছে। 

    ২৯ জনের দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন এবং নতুন করে এসেছেন মার্শেই ডিফেন্ডার লিওনার্দো বালের্দি, ফিওরেন্টিনা ডিফেন্ডার লুকাস মার্টিন কোয়াত্রা, ব্রাইটনের ভ্যালেন্টিন বার্কো। মঞ্জা ফরোয়ার্ড ভ্যালেন্টিন কারবোনি ও অ্যাতোলেটিকোর আনহেল কোরেয়াও আছে। ধারণা করা হচ্ছে, এই পাঁচজন থেকে তিন জন বাদ যেতে পারেন কোপার দলে।