• ইউরো ২০২৪
  • " />

     

    ইউরো গ্রুপ এফ: অঘটনের অপেক্ষায় রোনালদোদের গ্রুপ?

    ইউরো গ্রুপ এফ: অঘটনের অপেক্ষায় রোনালদোদের গ্রুপ?    

    পর্তুগাল 

    র‍্যাংকিং ৬ 

    ট্র্যাডিশনাল পাওয়ার-হাউজ না হলেও রোনালদো এবং রোনালদো-পরবর্তী সোনালি প্রজন্মের জন্য পর্তুগালকে এখন পরাশক্তি হিসেবেই দেখা হচ্ছে ইউরোপে।

    ২০১৬-র ইউরোজয়ী ম্যানেজার ফার্নার্ন্দো সান্তোস গত বিশ্বকাপের পরই বিদায় নিয়েছেন। এরপর ডাগ-আউটে এসে দল নিয়ে ব্যাপক এক্সপেরিমেন্ট করেছেন রবার্তো মার্টিনেজ। কিন্তু এরপরও ইউরো বাছাইয়ে শতভাগ ম্যাচ জিতে টুর্নামেন্টে আসছে তারা, এক্সাইটিং ফুটবলের সঙ্গে দিচ্ছে বড় কিছু করার ডাকও। 

    শক্তি 

    ব্রুনো ফার্নান্দেজকে সেন্টার করে গড়ে ওঠা পর্তুগালের আক্রমণ টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং লাইনদের একটি। সব মিলে পর্তুগালের স্কোয়াড এবারের ইউরোর অন্যতম ব্যালান্সড।

    দুর্বলতা 

    মার্টিনেজের দলের এখনো চোখে পড়ার মতো কোনো দুর্বলতা নেই। তবে টুর্নামেন্টে গিয়ে রোনালদো দলের গেমপ্ল্যানে সাহায্য করেন, নাকি ব্যাঘাত ঘটান, সেটি এখনো দেখার বিষয়।

    কোচ 

    ইংল্যান্ডের ছোটোখাটো ক্লাব ম্যানেজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন রবার্তো মার্টিনেজ, এরপর দায়িত্ব নিয়েছেন বেলজিয়ামের সোনালি প্রজন্মের। এখন পর্তুগালে এরকম আরেকটি প্রজন্মের হাল ধরেছেন। জাতীয় দল ও ক্লাব পর্যায়, দুই জায়গাতেই তার কোচিং যতটা প্রসংসিত হয়েছে, ততটা সাফল্য এনে দিতে পারেনি।

     

    চেক প্রজাতন্ত্র 

    র‍্যাংকিং ৩৬

    একসময়কার পরাশক্তি, ৯৩’র দেশভাগের পর চেক প্রজাতন্ত্র আর কখনো চ্যাম্পিয়ন না হতে পারলেও প্রতিটি ইউরোতেই অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। এবার অবশ্য কোয়ালিফিকেশন নিশ্চিত করার পর পরই খেলোয়াড়দের উপর বিরক্ত হয়ে পদত্যাগ করেছেন কোচ ইয়ারোস্লাভ শিলহাবি। নতুন কোচ আইভান হাসেকের অধীনে ইউরোতে এসেই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে চেকিয়া। 

    শক্তি 

    নতুন কোচের অধীনে মিডফিল্ডে এমনিতেই পাঁচজন খেলাচ্ছে চেক প্রজাতন্ত্র, তবে এর মাঝে সৌচেক ও বারাকের পার্টনারশিপ যেকোনো ম্যাচে তাদের মধ্যমাঠের কন্ট্রোল এনে দিতে পারে। 

    দুর্বলতা 

    নতুন কোচ, নতুন সিস্টেম নিয়ে এমন বড় টুর্নামেন্ট শুরু করাটা সবসময়ই রিস্কি। এছাড়া তাদের মূল স্ট্রাইকার প্যাট্রিক শিকেরও ফিটনেস ইস্যু রয়েছে, তার বিকল্পরাও যথেষ্ট ক্লিনিকাল নয়।   

    কোচ 

    আইভান হাসেক খেলোয়ারি জীবনে চেকোস্লোভাকিয়াকে ১৯৯০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, যেটি ছিল দেশভাগের আগে সর্বশেষ বিশ্বকাপ। ম্যানেজার হিসেবে গত ১০-১৫ বছর কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে, সেখানেও খুব একটা সাফল্য পাননি। 

     

    তুরস্ক  

    র‍্যাংকিং ৪০

    গত দুই ইউরোতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এবার ক্রোয়েশিয়া-ওয়েলসের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ইউরোতে কোয়ালিফাই করেছে তুরস্ক। কিন্তু সাম্প্রতিক ফ্রেন্ডলিগুলোতে তাদের পারফরম্যান্স, বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে ৬-১ গোলের হার অবশ্য অনেক প্রশ্ন তুলছে। নতুন ম্যানেজারের অধীনে যদিও চালানলুদের সঙ্গে গুলার-ইলদিজের মতো তরুণদের ইন্টিগ্রেট করা হচ্ছে। সব মিলিয়ে পর্তুগালের পর এই গ্রুপের দ্বিতীয় ফেবারিট দল তুরস্কই। 

    শক্তি 

    ওয়ান-টাচ পাসিং এবং কাউন্টারে দারুণ তুরস্ক। ইন্টারের স্কুডেটুজয়ী মিডফিল্ড অর্কাস্ট্রেটর হাকান চালানলু এখানেও একই দায়িত্ব পালন করবেন। সামনে তাদের বেশ কজন ইয়ং ট্যালেন্টেড ফরওয়ার্ড রয়েছে। 

    দুর্বলতা 

    তবে তাদের রক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে। রক্ষণে মূল দলে কারা খেলবেন, সেটিও এখনো নিশ্চিত না।  

    কোচ 

    পূর্বে মিলান, সেভিয়ার মতো ক্লাবের দায়িত্ব পালন করা ভিনচেঞ্জো মনটেল্লা সর্বশেষ ম্যানেজ করেছেন একটি মধ্যম সাড়ির তুর্কি ক্লাব। সেখানে ভালো করার জন্যই পরে জাতীয় দলের দায়িত্ব পান। 

     

    জর্জিয়া  

    র‍্যাংকিং ৭৫  

    টুর্নামেন্টের নবাগত দল জর্জিয়া। গত ইউরোর বাছাইয়ে শেষদিনে মেসিডোনিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জর্জিয়ানদের। এর পর গত চার তারা নিজেদের আরও সংগঠিত করেছে, নেশন্স লিগে প্রমোশন পাওয়ার পর ইউরোর প্লে-অফ ফাইনালে শ্বাসরুদ্ধকর এক টাইব্রেকারে জয় তুলেই কেবল অংশগ্রহণ নিশ্চিত করেছে জর্জিয়া। অভিষেক কম্পিটিশন হিসেবে কোনো চাপ থাকবে না, তবে ইউরোতেও অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে তাদের। 

    শক্তি 

    জর্জিয়ার রক্ষণ খুবই কমপ্যাক্ট ও সলিড। রক্ষণে বাস পার্ক করার পাশাপাশি দ্রুত কাউন্টারে ওঠাতেও পারদর্শী এই দল। সামনে আছেন কোয়ারাৎস্কেলিয়ার মতো উইঙ্গারও।  

    দুর্বলতা 

    রক্ষণাত্মক ট্যাকটিক্সের জন্য ম্যাচে বলের দেখা খুব একটা পায় না তারা। গোলের দেখাও।  

    কোচ 

    উইলি স্যানিওল খেলোয়াড়ি জীবনে খেলেছেন মোনাকো, বায়ার্নের মতো ক্লাবে, ফ্রান্সের হয়ে খেলেছেন ২০০৬ বিশ্বকাপ ফাইনালও। ম্যানেজার হিসেবে একসময় কার্লো আনচেলত্তি সহকারী ছিলেন। তবে জর্জিয়াকে নিয়ে ইউরোতেই আশাই এই পেশায় তার সবচেয়ে বড় সাফল্য।