• ইউরো ২০২৪
  • " />

     

    ইউরোর গোল্ডেন বুটের জন্য ইউয়েফার নতুন নিয়ম

    ইউরোর গোল্ডেন বুটের জন্য ইউয়েফার নতুন নিয়ম    

    ইউরোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমাপ্তি হতে যাচ্ছে ১৫ তারিখেই। গতবারের মতো এবারও ফাইনালে ইংল্যান্ড, আর গতবারের সেমির হতাশা কাটিয়ে সেই ২০১২ ইউরোর পর আবারও ফাইনালে স্পেন। আসরে যেমন লড়াইটা হয়েছে তুখোড়, তেমনি গোল্ডেন বুটের জন্যও এবার লড়াইটা হচ্ছে সেয়ানে সেয়ানে। আসরে সর্বোচ্চ গোলসংখ্যা তিন, সেখানেও নাম রয়েছে একাধিক খেলোয়াড়ের। তাহলে উপায় কী। ইউয়েফা এবার জানিয়েছে, গোল্ডেন বুটের পুরস্কার থেকে এবার কেউ বঞ্চিত হবে না যদি পরিস্থিতি এমনটাই থাকে।

    বঞ্চিত হওয়ার প্রসঙ্গ আসছে কারণ গত ইউরোতেও সমান পাঁচ গোল ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও প্যাট্রিক শিকের। তবে শিকের কোনো অ্যাসিস্ট না থাকলেও রোনালদোর একটি অ্যাসিস্ট ছিল বলে সেবার গোল্ডেন বুট দেওয়া হয়েছিল রোনালদোকে। আবার ২০১২ আসরে একই সাথে ফার্নান্দো তরেস, মারিও গোমেজ ও অ্যালান জাগোয়েভের ছিল তিন গোল। সেবার তরেসের ভাগ্যে জুটেছিল গোল্ডেন বুট। কারণ বাকি দুইজনের জন্য তিনি কম মিনিট মাঠে ব্যয় করেছিলেন।

    এবার এরকম কোনো নিয়মের ভিত্তিতে কাউকে তাই পুরস্কার থেকে বঞ্চিত করা হবে না। এখন পর্যন্ত তিন গোল পেয়েছেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, স্পেইনের দানি অলমো, জার্মানির জামাল মুসিয়ালা, স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। ফাইনালে এর মধ্যে থাকছেন কেইন ও অলমো। দুজনের কেউই যদি গোল না পান, সেক্ষেত্রে এবার এই ছয়জনকেই গোল্ডেন বুট দেওয়া হবে - এমনটাই জানিয়েছে ইউয়েফা।

    অবশ্য তাদের সাথে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন আরও দুই জন - জুড বেলিংহাম ও ফাবিয়ান রুইজ। দুজনের নামের পাশেই আছে দুটো করে গোল। সর্বোচ্চ গোল সংখ্যা শেষমেশ যেটাই হোক, সমান সংখ্যক গোল যদি একাধিক খেলোয়াড় করতে পারে, সেক্ষেত্রে সবাইকেই এবার গোল্ডেন বুট দেওয়া হবে।