• প্যারিস অলিম্পিক
  • " />

     

    অলিম্পিকে বাংলাদেশের কার খেলা কবে, কখন?

    অলিম্পিকে বাংলাদেশের কার খেলা কবে, কখন?    

    প্যারিসে পর্দা উঠল এবারের অলিম্পিকের। ১২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে হলো উদ্বোধনী অনুষ্ঠান। সিন নদীতে নৌ-যোগে ৩৩-তম অলিম্পিকের মার্চ পাস্টে অংশ নেন অ্যাথলেটরা। সিন নদীতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ইমরানুর রহমান-সামিউল ইসলামরা।

    এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পাঁচজন। সাগর ইসলাম, সোনিয়া আক্তার, ইমরানুর রহমান, সামিউল ইসলাম ও রবিউল ইসলাম। এই পাঁচজনের মধ্যে সরাসরি জায়গা করে নিতে পেরেছেন কেবল আর্চার সাগর ইসলাম। বাকি চারজন প্যারিসে গিয়েছেন আইওসির ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রিতে। এর আগে কেবল গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার রোমান সানা সরাসরি সুযোগ পেয়েছিলেন অলিম্পিকে।

    আর্চারি

    প্যারিসে আর্চারি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অলিম্পিক যাত্রা। রিকার্ভ সিংগেলসের ব্যক্তিগত র‍্যাংকিং রাউন্ডে ৬৪ জন আর্চারের মধ্যে ৪৫-তম হয়েছেন সাগর, ৬৫২ স্কোর নিয়ে। আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় মূল ইভেন্টে যাচ্ছেন সাগর।

    শুটিং

    আগামী ২৮ জুলাই শুটার রবিউল ইসলাম ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট-বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই ইভেন্টের বাছাইপর্ব। ভেন্যু ছাতেইরক্স শুটিং সেন্টার।

    সাঁতার

    সাতারু সামিউল ইসলাম রাফি পুলে নামবেন আগামী ৩০ জুলাই। ১০০ মিটার ফ্রি স্টাইল বাছাইপর্বটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

    একই ভেন্যু প্যারিস লা ডিফেন্স অ্যারেনাতে ৩রা আগস্ট ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন  বাংলাদেশের একমাত্র নারী অ্যাথলেট সোনিয়া আক্তার।

    অ্যাথলেটিকস

    দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান দ্বিতীয়বারের মতো যাচ্ছেন অলিম্পিকে। ৪ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্ব শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে। এস্তাদিও দ্য ফ্রান্সের ট্র্যাকে দৌড়াবেন ইমরানুর।