• বাংলাদেশ-পাকিস্তান
  • " />

     

    মুশফিকের সেঞ্চুরির স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

    মুশফিকের সেঞ্চুরির স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ    

    আগের সিরিজে খেলতে পারেননি আঙ্গুলেরর চোটে। এবার টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম ফিরলেন ফেরার মতোই। প্রত্যাবর্তন রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে। পাকিস্তানের বিপক্ষেই এলো তার ক্যারিয়ারের ১১-তম সেঞ্চুরি। মুশফিকের সেঞ্চুরিতে লড়াইয়ে ভালোভাবেই আছে বাংলাদেশ। স্কোরকার্ডে ৩৮৯/৬ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। এখনো পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ৫৯ রানে।

    সাকিবের বিদায়ের পর গতকাল হাল ধরেছিলেন মুশফিক-লিটন। মুশফিক একটু রয়েসয়ে খেললেও লিটন শুরু থেকেই চালিয়ে খেলেছেন। ফিফটি পেয়েছেন দুজনই তৃতীয়দিনে। ৯৮ রানের জুটি গড়ে তৃতীয়দিনের খেলা শেষ করা এই জুটি আর যোগ করতে পেরেছিল ১৬ রান। আজ চতুর্থদিনের শুরুতেই লিটন ফিরলে ভাঙে ১১৪ রানের জুটি। যে জুটিতে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। 

    লিটন ফিরলেও এক প্রান্ত আগলে রেখে সাবলীল ব্যাটিংটা চালিয়ে গেছেন মুশফিক। ১২ চারে তুলে নেন ১১-তম সেঞ্চুরিটা। বাংলাদেশও মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে মুশফিকের সেঞ্চুরির স্বস্তি নিয়েই।