• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    হাসান 'শো' সামলে অশ্বিনের সেঞ্চুরিতে প্রথমদিন ভারতের

    হাসান 'শো' সামলে অশ্বিনের সেঞ্চুরিতে প্রথমদিন ভারতের    

    বাংলাদেশ-ভারত, ১ম টেস্ট চেন্নাই

    টস-(বাংলাদেশ/বোলিং)

    ভারত -৩৩৯/৬, ১ম দিন (অশ্বিন ১০২*, জাদেজা ৮৬*, হাসান ৪/৫৮)

    চেন্নাই টেস্টের প্রথম সেশনে হাসান মাহমুদ বল হাতে যা করলেন, তাতে হাসান 'শো' না বলে উপায় নেই। একে একে তুলে নিয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির উইকেট; তাও শুরুর এক ঘণ্টার মধ্যেই। দ্বিতীয় সেশনেও এসে নিয়েছেন রিশাভ পান্টের উইকেট। শুরুটাই যার এত দুর্দান্ত, তার শেষটা ভালো হওয়ার আশাতেই ছিলেন সবাই। রীতিমতো সলো বোলিং শো শুরু করেছিলেন ডানহাতি এই পেসার। তবে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিতে মিইয়ে গেল হাসানের বোলিং ঝলক। অশ্বিনের সেঞ্চুরিতে প্রথমদিনটা রইল ভারতের দখলে। 

    ৩৪ রানে প্রথম তিনটা, দলীয় ১৫০ ছোঁয়ার আগেই নেই আরও তিন উইকেট। ১৪৪ রানে ৬ উইকেট পড়ার পর বাংলাদেশী বোলারদের সুযোগ ছিল আরও চেপে ধরার। কিন্তু অশ্বিন এসেই করলেন পাল্টা আক্রমণ। চারপাশে খেলতে থাকলেন শট। উইকেট হারানোর চাপটা থেকে তখনই বেরিয়ে এসেছে ভারত। ম্যাচে ফিরতে যে মোমেন্টামটা দরকার ছিল, সেটাও পেয়ে যায় অশ্বিনের ব্যাটিং এপ্রোচেই। 

    টপ অর্ডারের মধ্যে ফিফটি পেয়েছেন কেবল ওপেনার জয়সওয়াল। পান্ট সেট হয়েও উইকেট দিয়ে এসেছিলেন,। কাজেই রান তোলার দায়িত্বটা এসে যায় অশ্বিন-জাদেজার ওপর। নাহিদ রানার এক্সপ্রেস গতি, হাসানের স্পট বোলিং কিংবা চিপকের লাল মাটির উইকেটে সাকিব-মিরাজের ঘূর্ণি জাদু; সবই আজ দারুণভাবে সামলেছেন দুজন। সপ্তম উইকেটে গড়েছেন ১৯৫* রানের জুটি। ঘরের ছেলে অশ্বিন মাঠ ছেড়েছেন ১০২* রানে, জাদেজাও অপরাজিত ৮৬* রানে।