চোটে ছিটকে গেলেন জাকের, বদলি মাহিদুল
মাথায় চোট পেয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। মিরপুরে সিরিজের প্রথম টেস্টেই অভিষেক ক্যাপ মাথায় তুলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে আরেক উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। আজ এক বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানিয়েছে বিসিবি।
জাকেরের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, 'গতকাল রোববার ব্যাটিং অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছে জাকের। এই ধরনের আঘাত আগেও পেয়েছিল জাকের। চোটের যে ধরন, সেটা থেকে বলা যায় সেরে উঠতে কিছুটা সময় লাগবে তার। সব মিলিয়ে ক্লিনিক্যাল ফলাফলের ভিত্তিতেই তাকে বাদ দেয়া হয়েছে দ্বিতীয় টেস্টের দল থেকে।
অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল চলতি জাতীয় লিগে খেলছেন ঢাকা বিভাগের হয়ে। এই মৌসুমেই সিলেটের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে তার সংগ্রহ ১৯৩৪ রান।