ব্যালন ডি'অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার
নাটকীয় এক ব্যালন ডি'র অনুষ্ঠান শেষে স্পেনের জয়জয়কার। তবে যেই স্পেনের ক্লাবের এক খেলোয়াড়কে ঘিরে যত কাণ্ড, যত গুজব তার সবটাই সত্যি হল। অনুষ্ঠানের বেশ আগে থেকেই চারদিকে কানাঘুষা - ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠছে না স্বর্ণখচিত গোলকটা। কিছুক্ষণ পরেই জানা গেল কার হাতে উঠতে যাচ্ছে পুরস্কার। আর সে খবর আসতে না আসতেই রিয়াল মাদ্রিদ জানিয়ে দেয়, তাদের পক্ষ থেকে অনুষ্ঠানে যাচ্ছে না কেউই। ভিনি জুনিয়র, কার্লো আনচেলত্তি, কিলিয়ান এমবাপেদের পারিসে যাওয়ার কথা থাকলেও আসলেন না কেউ। তারই পরিক্রমায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিও জিতে নিলেন ব্যালন ডি'অর।
জিতেই ইনজুরিতে মৌসুম থেকেই ছিটকে পড়া রদ্রি ঘোষণা দিলেন, "এটা শুধু আমার জয় নয়, এই জয় স্প্যানিশ ফুটবলের।" সেই সাথে রদ্রি ভবিষ্যতে স্পেন সতীর্থ লামিন ইয়ামালের হাতে এই পুরস্কার দেখার আশা ব্যক্ত করেছেন। রদ্রি ভোটে জয়যুক্ত হওয়ায় দ্বিতীয় হয়েছেন ভিনি জুনিয়র ও তৃতীয় হয়েছেন জুড বেলিংহাম। তাদের নিয়ে রদ্রি বলেন, "ওদের ভবিষ্যৎ তো সামনে পড়ে আছে, উজ্জ্বল ভবিষ্যৎও বটে। এই দুজনকে হারিয়ে এই পুরস্কার জিতে সত্যিই গর্ববোধ করছি।"
ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই পুরস্কার জেতার পর এই প্রথম তাই কোনো প্রিমিয়ার লিগ খেলোয়াড় জিতলেন ব্যালন ডি;অর। সেই সাথে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে কোপা ট্রফি জয়ের রেকর্ড গড়েছেন ইয়ামাল।
এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের তালিকা।
ব্যালন ডি'অর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
ব্যালন ডি'অর ফেমিনিন: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
কোপা ট্রফি: লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
জার্ড মুলার ট্রফি: হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
ইয়াসিন ট্রফি: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস (চেলসি)
বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ
বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা