২০২৪-২৫ ইউয়েফা নেশনস লিগ: সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে কারা
ইউয়েফা নেশনস লিগে বড় প্রায় সব দলগুলোই নকআউট নিশ্চিত করে ফেলেছে। চলতি সপ্তাহে তো বড় দলগুলো রীতিমত গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে। সেই সাথে বড় নামগুলোও মেতেছে গোলের উৎসবে। একদিকে তরুণ আরলিং হালান্ড হ্যাটট্রিক করছেন, তো অন্যদিকে "বুড়ো" সিআরসেভেন ভেল্কি দেখাচ্ছেন বাইসাইকেল কিকের গোলে। গোলের দৌড়েও তাই পিছিয়ে নেই কেউই। এক নজরে দেখে নেওয়া যাক এবারে এখন পর্যন্ত নেশনস লিগে সর্বোচ্চ গোলদাতা কারা।
আরলিং হালান্ড (নরওয়ে)
ম্যাচ: ৬
গোল: ৭
বেঞ্জামিন সেস্কো (স্লোভেনিয়া)
ম্যাচ: ৬
গোল: ৫
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
ম্যাচ: ৫
গোল: ৫
ভিক্টর গিয়োকোরেস (সুইডেন)
ম্যাচ: ৫
গোল: ৫
কেরেম আরতেকগ্লু (তুরস্ক)
ম্যাচ: ৫
গোল: ৪
রাজভান মারিন (রোমানিয়া)
ম্যাচ: ৫
গোল: ৪
আলেক্সান্ডার ইসাক (সুইডেন)
ম্যাচ: ৩
গোল: ৪