টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: এগিয়ে আফ্রিকা, যা করতে হবে ভারত-অস্ট্রেলিয়াকে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালের আগে বাকি আর মাত্র ১০টি ম্যাচ। অথচ এখনো নিশ্চিত নয় কারা খেলবে ফাইনালে। বেশ কিছু দল ফাইনালের দৌড়ে আছে ভালোভাবেই। বিশেষ করে কারো অবস্থানই শীর্ষ দুইয়ে নিশ্চিত হয়নি।
দক্ষিণ আফ্রিকা
পয়েন্টের শতাংশ: ৬৩.৩৩, ম্যাচ বাকি: দুটি (পাকিস্তান, হোম সিরিজ)
শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জায়গা নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দুটি ম্যাচের মাত্র একটি জিতলেই হবে প্রোটিয়াদের। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ দাঁড়াবে ৬১.১১। যা হলে অস্ট্রেলিয়া বা ভারত যেকোনো এক দল শুধু তাদের টপকে যেতে পারবে।
দুটি টেস্টই ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ হবে ৫৮.৩৩। যদি ভারত অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারায় এবং শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়া দুটি টেস্টই জেতে, তখন অস্ট্রেলিয়া (৬০.৫৩) ও ভারত (৫৮.৭৭) দুটি দেশই দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলবে। প্রোটিয়ারা ১-০ ব্যবধানে সিরিজ হারলেও ফাইনালে উঠতে পারবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়াকে বাকি থাকা পাঁচ ম্যাচের মাঝে দুটির বেশি জেতা যাবে না অথবা ভারতের বাকি ৩ টেস্টের মাঝে একটির বেশি জয় ও ড্র পাওয়া যাবে না।
শ্রীলংকা
পয়েন্টের শতাংশ: ৪৫.৪৫, ম্যাচ বাকি: দুটি (অস্ট্রেলিয়া, হোম সিরিজ)
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে শ্রীলংকার দুটি ম্যাচ বাকি। উভয় ম্যাচ জিতলে লংকানদের পয়েন্টের শতাংশ দাঁড়াবে ৫৩.৮৫। এক্ষেত্রে তাদেরকে অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারত কোনো ম্যাচ জিতলে বা ড্র করলে বা অস্ট্রেলিয়া বাকি থাকা ম্যাচগুলোর মাঝে দুটি টেস্ট জিতলেই লংকানদের পেছনে ফেলবে। দুটি ড্র নিয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতলে উভয় দলই লংকানদের পিছে থাকবে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সমীকরণটা সহজ। পাকিস্তানের কাছে দুটি টেস্টই হারলে লংকানদের পিছে পড়বে তারা।
ভারত
পয়েন্টের শতাংশ: ৫৭.২৯, ম্যাচ বাকি: তিনটি (অস্ট্রেলিয়া, অ্যাওয়ে সিরিজ)
ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি থাকা তিন ম্যাচে দুটিতে জয় ও একটিতে ড্র পেলেই চলবে ভারতের। এক্ষেত্রে ৬০.৫৩ শতাংশ পয়েন্ট পাবে তারা। যা অন্তত দ্বিতীয় স্থানের নিশ্চয়তা দেবে। পরবর্তীতে শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও ৫৭.০২ শতাংশ পয়েন্টের বেশি পাবে না অস্ট্রেলিয়া। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ভারত ৫৮.৭৭ শতাংশ পয়েন্ট পাবে। শ্রীলংকাকে ১-০ ব্যবধানে হারালে অজিরা ভারতের নিচে থাকবে।
এদিকে ২-৩ ব্যবধানে সিরিজ হারলে ভারত ৫৩.৫১ শতাংশ পয়েন্ট পাবে। যা হলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার প্রত্যেকেই তাদেরকে পেছনে ফেলবে। তাই ফাইনাল খেলতে চাইলে বাকি থাকা ৩ ম্যাচের অন্তত দুটিতে জিততেই চাইবে ভারত।
অস্ট্রেলিয়া
পয়েন্টের শতাংশ: ৬০.৪১, ম্যাচ বাকি: পাঁচটি (ভারতের বিপক্ষে হোম সিরিজে ৩ ম্যাচ, শ্রীলংকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২ ম্যাচ)
ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি থাকা ৩ ম্যাচের অন্তত দুটি জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট হারলেও ভারত ও লংকানদের চাইতে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে। ফলে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল খেলতে নামবে অজিরা।
তবে ভারতের কাছে ২-৩ ব্যবধানে সিরিজ হারলে কিছুটা চাপে পড়বে অস্ট্রেলিয়া। কারণ তখন ভারতের পয়েন্টের শতাংশ দাঁড়াবে ৫৮.৭৭। এমনটা হলে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি টেস্টই জিততে হবে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা একটি ড্রয়ের বেশি না পেলে শ্রীলংকার সঙ্গে একটি করে জয় ও ড্র পেলেও ফাইনালে উঠতে পারবে অস্ট্রেলিয়া।
পাকিস্তান
পয়েন্টের শতাংশ: ৩৩.৩৩, ম্যাচ বাকি: চারটি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি অ্যাওয়ে ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হোম ম্যাচ)
বাস্তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে পাকিস্তান না থাকলেও খাতা কলমে এখনো তারা টিকে আছে। তবে সেটাও নির্ভর করছে ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কাটা যাওয়ার ওপর। বাকি থাকা চার ম্যাচের সবগুলো জিতলে পাকিস্তানের পয়েন্টের শতাংশ হবে ৫২.৩৮। যা দক্ষিণ আফ্রিকার ৫২.৭৮ থেকে সামান্য কম। যদি ওভার রেটের কারণে প্রোটিয়ারা একটি পয়েন্ট হারায় তাহলেই পাকিস্তান তাদের ওপরে উঠতে পারবে।
এসবের সঙ্গে আরো বেশ কিছু সমীকরণ মিললে তবেই টেবিলের দ্বিতীয় স্থানে থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে পাকিস্তান। অন্যথায় তাদের কোনো সুযোগ নেই। এর বাইরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও উইন্ডিজ ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে।