কেমন গেল টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের ২০২৪?
টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব ভালো না গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এই বছরেই জিতেছে সবচেয়ে বেশি ম্যাচ। কিন্তু টেস্ট আর ওয়ানডেতে কী অবস্থা?
টেস্টেও বাংলাদেশের এই বছরে আছে মনে রাখার মতো স্মৃতি। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ দুই টেস্ট সিরিজে। সব মিলে বাংলাদেশ এই বছর জিতেছে তিনটি টেস্ট, অন্যটি বছর শেষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। সব মিলে এক বছরে এর চেয়ে বেশি টেস্ট আর জিততে পারেনি বাংলাদেশ। তবে এই বছরের মতো ২০২৩, ২০১৮ ও ২০১৪ সালেও তিনটি করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে এবার সবকটি জয় এসেছে প্রতিপক্ষের মাঠে, যেটা আগে হয়নি।
ওয়ানডেতে অবশ্য এই বছরটা সবদিক দিয়েই ব্যর্থ বাংলাদেশের। এই বছর ৯ ওয়ানডে খেলে মাত্র তিনটি জিতেছে বাংলাদেশ। শ্রীলংকার সাথে সিরিজ জিতলেও হেরেছে আফগানিস্তানের কাছে, ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডেতে বাংলাদেশের সফলতম বছর ২০০৬, সেই বছর ১৮টি ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের বছরে বাংলাদেশ জিতেছিল ১১টি ওয়ানডে। এই বছর অবশ্য ৯টি মাত্র ওয়ানডে খেলেছে বাংলাদেশ, কোভিদের আগে এক বছরে এত কম ওয়ানডে খেলেছিল ২০০২ সালে।