টি-টোয়েন্টিতে এই বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট কার
টি-টোয়েন্টি ফরম্যাটটা বাংলাদেশের জন্য যেন ছিল এক অপয়া ফরম্যাট। তবে এই বছর এই ফরম্যাটেই উজ্জ্বল বাংলাদেশ। এই ফরম্যাটে নিজেদের ইতিহাসের সবচেয়ে সফল বছর কাটিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনাও জেগেছিল। সেই হতাশা ঝেড়ে এই কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই এই বছরে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ২০২৪ সালে এই ফরম্যাটে বাংলাদেশ খেলেছে ২৪ ম্যাচ। সেখানে জয়, পরাজয়ের সংখ্যা সমানে সমান - ১২! ভারসাম্য বজায় রেখে চলা এই ফরম্যাটে এবার সর্বোচ্চ রান ও উইকেট কার সেটাই দেখে নেওয়া যাক।
ফরম্যাটটায় এই বছরে সর্বোচ্চ রান তাওহিদ হৃদয়ের; ২০ ইনিংসে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ৩০.৮১ গড়ে ৪৯৩ রান রয়েছে তার ঝুলিতে। সমান সংখ্যক ইনিংসে মাত্র ১০২.৫৭ স্ট্রাইক রেটে ও ১৮.৮৪ গড়ে ৩৫৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান নাজমুল হোসেন শান্তর। স্ট্রাইক রেটের দিক থেকে এই বছরটাতেও বেহাল দশাই বলা চলে। ৩৪৫ রান করা তানজিদ হাসান তামিম বা ৩৩৬ রান করা জাকের আলী - কারও স্ট্রাইক রেট ১৩০-এর উপরে নয়। ১৫০+ স্ট্রাইক রেট ও ৩০+ গড় রয়েছে কেবল শামীম হোসেন পাটওয়ারির। তবে মাত্র ৩ ইনিংস খেলার সুযোগ হওয়া শামীমের রান ৬৪, পুরোটাই সদ্য শেষ হওয়া উইন্ডিজ সফরের।
সর্বোচ্চ উইকেট এই বছরে রিশাদ হোসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড গড়ার বছরে ২৪ ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন রিশাদ, ৮.০১ ইকোনমিতে। ১৯ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট তাসকিন আহমেদের, সেটাও ৬.৯৮ ইকোনমি রেটে। মোস্তাফিজুর রহমান এই বছর পেয়েছেন ১৮ ম্যাচে ২৭ উইকেট, ৭.৫৮ ইকোনমি রেটে। আর ১৬ ম্যাচে তানজিম হাসান সাকিব পেয়েছেন ২২ উইকেট, ৮.২৭ ইকোনমি রেটে। এছাড়া দশোর্ধ্ব উইকেট আছে শেখ মাহেদী হাসানের - ১২, ৬.৮২ ইকোনমি রেটে।