কেমন অবস্থা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা যেন হয়ে উঠেছে মিউজিক্যাল চেয়ার। শীর্ষ স্থানে লিভারপুল আসন গেড়ে বসে আছে বহুদিন ধরেই; তবে অন্য অবস্থানগুলো নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যানচেস্টার সিটির বেহাল দশার সুযোগ নিয়ে এই মৌসুমে ঘুরে দাঁড়ানো চেলসি আছে দুইয়ে, আর শিরোপার দৌড়ে ফেরা আর্সেনাল আছে তিনে।
চেলসির জন্য সুযোগ ছিল লিভারপুলের ওপর চাপ ধরে রাখার। তবে এভারটনের মাঠ থেকে ড্র নিয়ে ফেরায় সেই সুযোগটা হাতছাড়া হয়েছে তাদের। অন্যদিকে টানা দুই ড্রয়ের পর আবারও জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। টটেনহামের মাঠে নয় গোলের ম্যাচে লিভারপুল শীর্ষ স্থানে অবস্থান সুসংহত করেছে। শুধু গোল বন্যা নয়, রেকর্ডেরও যেন বন্যা বইয়ে দিয়েছেন মো সালাহ।
মাঝে পা হড়কানো আর্সেনালও ফিরছে ফর্মে। ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে আরও একবার জ্বলে উঠেছিলেন গ্যাব্রিয়েল জেসুস। তাদের স্ট্রাইকারের ফর্মে ফেরার দিনে অবশ্য তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকা ইনজুরিতে পড়ায় চিন্তায় থাকবেন তারা।
পয়েন্ট তালিকার সবচেয়ে বড় চমক পাঁচ নম্বর দলটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্রাফোর্ডে হারিয়ে পাঁচে উঠে এসেছে বোর্নমাউথ। সেই সাথে চ্যাম্পিয়নস লিগের জায়গার জন্য লড়তে থাকা নটিংহাম ফরেস্ট আছে চারে।
সেই সাথে ম্যানচেস্টার সিটির পোড়া কপাল আরও পোড়ানো অ্যাস্টন ভিলা রয়েছে ছয়ে। এরপরেই আছে ম্যানচেস্টার সিটি। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের দুর্দশা আরও প্রবল। ১৯৮৯ সালের পর এই প্রথম বড়দিনের আগে শীর্ষ দশের বাইরে থাকতে হচ্ছে তাদের; ম্যানচেস্টার ইউনাইটেড এবার আছে তেরো নম্বরে!