কেমন অবস্থা লা লিগার পয়েন্ট তালিকার
এই মৌসুমটায় নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে যাচ্ছে বার্সেলোনা - মনে হচ্ছিল তেমনটায়। অবশ্য বছর শেষ হওয়ার আগে সেই আশায় যেন ভাটা পড়তে বসেছে। দুর্দান্ত শুরু করা বার্সা নেমে গিয়েছে তিনে। নেমে গিয়েছে শিরোপা প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরেই। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাল্লা দিয়ে পয়েন্ট খোয়ানোর সুযোগ নিয়ে শীর্ষে চলে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ডিয়েগো সিমিওনের দল যেন চুপিসারেই চালিয়ে যাচ্ছিল লড়াইটা। বার্সার মাঠে গিয়ে ১৮ বছর পর জয় নিয়ে ফিরে এবার হুংকার দিয়েই চালাবে যাত্রা। অবশ্য নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ দুইয়ে থাকলেও তাদের হাতে আছে এক ম্যাচ। সেই সাথে এমবাপের ফর্মে ফেরার ইঙ্গিত, ভিনিসিয়াস জুনিয়রের প্রত্যাবর্তনে লড়াইটে এবার জমজমাট করার আশাই যোগাচ্ছে রিয়াল মাদ্রিদ।
শীর্ষ পাঁচের জন্য লড়াইটাও চলছে সেয়ানে সেয়ানে। পাঁচে উঠে এসেছিল মায়োর্কা। তবে দিনের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে ভিয়ারিয়াল তাদের টপকে চলে এসেছে সেই অবস্থানে।
এক নজরে দেখে নিন বড়দিনের আগে লা লিগার শীর্ষ পাঁচ দল।