অপ্রতিরোধ্য আটালান্টা, নাছোড়বান্দা নাপোলি: বছর শেষে যেমন অবস্থায় সিরি আ
সিরি 'আ' নিয়ে আগের মতো চায়ের টেবিলে আলোচনাগুলো হয়তো সরগরম থাকে না। তবে ফুটবলপ্রেমিরা এবার ইতালির দিকে নজর রেখে থাকলে বড়ই পুলকিত বোধ করার কথা। সিরি আ যে এবার জমে ক্ষীর। ইন্টার মিলানের কয়েক মৌসুমের আধিপত্যের পর এবার নতুন বছরের আগে শিরোপার লড়াইটা ত্রিমুখী; অবশ্য বহুমুখী বললেও ভুল হবে না। তবে বছরটা শীর্ষে থেকে শেষ করেছে গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী আটালান্টা।
শেষ ম্যাচটায় ড্র করে না বসলে এককভাবেই শীর্ষে থাকা হতো। তবে চারে থাকা লাৎসিওর বিপক্ষে ১-১ ড্র করেও তারা শীর্ষে থেকেই শেষ করছে। ভেনিজিয়ার বিপক্ষে জয় দিয়ে তাদের সমান ৪১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে শ্বাস ফেলছে আন্তনিও কন্তের নাপোলি।
তবে গত মৌসুমের চ্যাম্পিয়ন ইন্টার মিলান আসলে পিছিয়ে নেই। শেষ ম্যাচে কালিয়ারির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় দিয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থাে থেকে বছর শেষ করেছে তারা; তবে হাতে তাদের একটা ম্যাচ আছে।
মজার ব্যাপার, এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থিয়াগো মত্তার জুভেন্টাস। তবে চোখ ধাঁধানো ১১ ড্রয়ের কারণে দলটা আছে ষষ্ঠ অবস্থানে, ৩২ পয়েন্ট নিয়ে! চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা লাৎসিও ও ফিওরেন্তিনাও আসলে খুব একটা পিছিয়ে নেই; ফিওরেন্তিনারও হাতে আছে এক ম্যাচ।
মৌসুম শেষে এবার ইতালির সেরাদের মুকুট কাদের মাথায় উঠবে সেটা আঁচ করা এই মুহূর্তে মুশকিল বলা চলে।
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | পয়েন্ট |
১ | আটালান্টা | ১৮ | ১৩ | ২ | ৩ | ৪১ |
২ | নাপোলি | ১৮ | ১৩ | ২ | ৩ | ৪১ |
৩ | ইন্টার মিলান | ১৭ | ১২ | ৪ | ১ | ৪০ |
৪ | লাৎসিও | ১৮ | ১১ | ২ | ৫ | ৩৫ |
৫ | ফিওরেন্তিনা | ১৭ | ৯ | ৫ | ৩ | ৩২ |
৬ | জুভেন্টাস | ১৮ | ৭ | ১১ | ০ | ৩২ |
৭ | বোলোনিয়া | ১৬ | ৭ | ৭ | ২ | ২৮ |
৮ | এসি মিলান | ১৭ | ৭ | ৭ | ৪ | ২৭ |
৯ | উদিনেসে | ১৮ | ৭ | ৭ | ৮ | ২৪ |
১০ | রোমা | ৯ | ৫ | ৫ | ৮ | ২০ |