• লা লিগা
  • " />

     

    কেমন অবস্থায় আছে লা লিগার পয়েন্ট তালিকা

    কেমন অবস্থায় আছে লা লিগার পয়েন্ট তালিকা    

    নতুন বছরের শুরুতেই রিয়াল মাদ্রিদ দেখিয়েছে তাদের সেই অদম্য মানসিকতা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের মাঠে ম্যাচের মাঝে যেই জুড বেলিংহাম পেনাল্টি মিস করে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন, হারের মুখে সেই বেলিংহামই ত্রাণকর্তারূপে আবির্ভূত হলেন; ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড দেখার পরেই পিছিয়ে থাকা যেভাবে কয়েক মিনিটের ঝড়ে জয় বের করে এনেছে, সেই জয় দিয়েই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কার্লো আনচেলত্তির দল।

    লা লিগার শিরোপার লড়াইটা তাই এখনো তুঙ্গে। তেড়েফুঁড়ে শুরু করা বার্সেলোনার পয়েন্ট তালিকায় অবস্থা খুব একটা সুবিধাজনক না হলেও কোপা ডেল রে'তে বড় জয় দিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছে হানসি ফ্লিকের দল। শীর্ষস্থানচ্যুত অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য কাজটা তাই ক্রমশই কঠিন হয়ে উঠবে বলা যায়।

    কঠিন হয়ে উঠে সেই দৌড়ের পয়েন্ট তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

     

    অবস্থান দল ম্যাচ জয় ড্র পরাজয় পয়েন্ট
    রিয়াল মাদ্রিদ ১৯ ১৩ ৪৩
    অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ ১২ ৪১
    বার্সেলোনা ১৯ ১২ ৩৮
    অ্যাথলেটিক বিলবাও ১৯ ১০ ৩৬
    ভিয়ারিয়াল ১৮ ৩০
    মায়োর্কা ১৯ ৩০
    রিয়াল সোসিয়েদাদ ১৮ ২৫
    জিরোনা ১৮ ২৫
    রিয়াল বেটিস ১৮ ২৫
    ১০ ওসাসুনা ১৮ ২৫