• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কেমন অবস্থায় আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা

    কেমন অবস্থায় আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা    

    প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়টা একেবারেই একতরফা বানিয়ে ফেলতে পারত লিভারপুল। পয়েন্ট তালিকায় যে রাতারাতি পরিবর্তন এসেছে তেমনটা নয়, তবে অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে সেই সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল। তাতেও অবশ্য এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে স্লটের দল।

    আর্সেনালও যে পা হড়কিয়েছে আবার। ব্রাইটনের বিপক্ষে ড্র করে বসেছে তারা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকা নটিংহাম ফরেস্ট সেই সুযোগে তাদের সমান পয়েন্ট পেয়ে গিয়েছে। উলভসকে তাদের মাটিতেই উড়িয়ে দিয়ে উড়ছে ক্লাবটা।

    ফেরার সপ্তাহে ফর্মে ফেরার আভাস দিয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব। ম্যানচেস্টার সিটি বড় জয় পেয়ে তাদের দুরাবস্থা থেকে উত্তরণের আভাস দিয়েছে, জোড়া গোলে হালান্ডও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ম্যানচেস্টার লাল প্রান্তের ক্লাবটার অবশ্য আরো হাঁফ ছেড়ে বাঁচার কথা। অ্যানফিল্ডে গিয়ে লিভারপুলের সাথে পুরোই অন্য এক দলকে দেখা গেল; টানা পাঁচ লিগ ম্যাচ হেরে বসা কোনো দল মনে হয় আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডকে। উল্টো শেষ মুহূর্তে পুরো ম্যাচেই দারুণ খেলা হ্যারি ম্যাগুয়ার সহজ সুযোগ বারের ওপর দিয়ে উড়িয়ে না মারলে হয়ত পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারত তারা।

    এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পয়েন্ট তালিকার বর্তমান অবস্থায়।

     

    অবস্থান দল ম্যাচ জয় ড্র পরাজয় পয়েন্ট
    লিভারপুল ১৯ ১৪ ৪৬
    আর্সেনাল ২০ ১১ ৪০
    নটিংহাম ফরেস্ট ২০ ১২ ৪০
    চেলসি ২০ ১০ ৩৬
    নিউক্যাসল ইউনাইটেড ২০ ১০ ৩৫
    ম্যানচেস্টার সিটি ২০ ১০ ৩৪
    বোর্নমাউথ ২০ ৩৩
    অ্যাস্টন ভিলা ২০ ৩২
    ফুলহাম ২০ ৩০
    ১০ ব্রাইটন ২০ ১০ ২৮