• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সেরা তিনে নেই মেসি !

    সেরা তিনে নেই মেসি !    

    গত বছরেই উয়েফার বর্ষসেরার পুরস্কার হাতে নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগেই সেই দৌড় থেকে ছিটকে পড়লেন লিওনেল মেসি। সেরা তিনে দূরে থাক, জায়গা হয়নি চারেও। বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ তাঁকে টপকে জায়গা করে নিয়েছেন শীর্ষ চারে।

     

    শীর্ষ তিনে দুইজনের নামটা মোটামুটি অনুমিতই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর বছরটা দুর্দান্ত কেটেছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো। কী অদ্ভুত, দুইটি শিরোপাই হতে পারত আঁতোইন গ্রিজমানের। চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকোর হয়ে স্বপ্নভঙ্গ, এর পর ফ্রান্সের হয়ে ইউরোর ফাইনালেও পেয়েছেন পরাজয়ের স্বাদ। তবে ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড শীর্ষ তিনে ঠিকই আছেন। ইউরোতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন গ্যারেথ বেলও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডও আছেন শীর্ষ তিনে।

     

    শেষ পর্যন্ত পুরস্কারটা কার হাতে যাবে, সেটা জানা যাবে আগামী ২৫ আগস্ট।