• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    দুই পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক !

    দুই পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক !    

    শিরোনাম দেখে চমকে উঠতেই পারেন। দুইটি পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক! ফুটবল ইতিহাসে এক ম্যাচে তিন পেনাল্টি মিসের রেকর্ড আছে। ১৯৯৯ সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিন পার্লেমোর ওই "কীর্তি" গিনেস বুকেও উঠে গেছে। কিন্তু সার্জিও আগুয়েরো যেটা করলেন, সেটা বোধ হয় আগে তো কেউ করেননি, ফুটবল ইতিহাসেই আর হবে কি না সন্দেহ! ম্যান সিটির দাপুটে জয়টাও তাই আড়ালে চলে যাচ্ছে। 


    স্টুয়া বুখারেস্টের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচটা ছিল চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের। ম্যাচের ৮ মিনিটেই সিটি এগিয়ে যেতে পারত। কিন্তু আগুয়েরোর স্পটকিক ঠেকিয়ে দিয়েছেন বুখারেস্ট গোলরক্ষক। ১২ মিনিট পর আবার পেনাল্টি পায় সিটি, এবার আগুয়েরোর স্পটকিকটা বারে লেগে চলে যায় বাইরে। অন্য কোনো স্ট্রাইকার হলে বোধ হয় এখানেই হাল ছেড়ে দিতেন। অন্য কোচ হলেও বোধ হয় ওই স্ট্রাইকারের ওপর আর ভরসা রাখতেন না। 


    কিন্তু আগুয়েরো ও গার্দিওলা যে অন্য ধাতে গড়া! আগুয়েরোর দ্বিতীয় পেনাল্টি মিসের আগেই ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ৪১ মিনিটে আগুয়েরো পান প্রথম গোল। ৪৯ মিনিটে নলিতোর গোলে ব্যবধান বেড়ে হয় ৩-০। শেষ ১২ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পেয়ে গেছেন আগুয়েরো। সিটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বড় অ্যাওয়ে জয় পেয়েছে, মূল পর্বে খেলাও নিশ্চিত করে ফেলেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে ম্যাচটা রেকর্ডবুকে লেখা থাকবে আগুয়েরোর জন্য। এমন কীর্তি যে অবিশ্বাস্য বললেও কম বলা হয়!