• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সাকেই পেলেন গার্দিওলা!

    বার্সাকেই পেলেন গার্দিওলা!    

    ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিলেও বার্সেলোনার সাথে গার্দিওলার 'বন্ধন'টা যেন অটুটই থেকে গেল! চ্যাম্পিয়নস লিগের ড্র-তে একই গ্রুপে পড়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর লুইস এনরিকের বার্সেলোনা। সাবেক দুই বার্সা সতীর্থ অবশ্য কোচ হিসেবে আগেও মুখোমুখি হয়েছেন। তবে ইংল্যান্ডে এসে প্রথম মৌসুমেই আবারও নিজের পুরোনো দলের মুখোমুখি হয়ে যাওয়াটা কাকতালই বটে! 

    চ্যাম্পিয়নস লিগ ড্র-তে 'সি' গ্রুপে একই সাথে পড়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, মশেনগ্লাডবাখ ও সেল্টিক! গ্রুপপর্ব উতরে যাওয়া তাই খুব একটা সহজ হবেনা বার্সেলোনা ও ম্যান সিটির। অন্যদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পড়েছে বরুশিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং লিসবন ও লেজিয়ার সাথে একই গ্রুপে। বরুশিয়ার ডর্টমুন্ডের সাথে ম্যাচটার উত্তাপ হয়ত এখনই টের পাচ্ছেন দুই দলের সমর্থকরা। তবে সবকিছু ছাপিয়ে রোনালদোর লিসবনে ফেরত যাওয়াটাই বেশি আলো কাড়ছে। 

    ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটিও পরের রাউন্ডে ওঠার স্বপ্ন দেখতেই পারে! বিশেষ করে স্বপ্নের মতো কাটানো এক মৌসুম শেষে পোর্তো, ক্লাব ব্রুজ, এফসি কোপেনহ্যাগেনের সাথে একই গ্রুপে পড়ায় নক আউট পর্বটা হাতছানি দিচ্ছে ফক্সদের।


    এক নজরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রঃ

    গ্রুপ 'এ': প্যারিস সেন্ট জার্মেইন, আর্সেনাল, বাসেল, এফসি লুদোগোরেটস 
    গ্রুপ বি: বেনফিকা, নাপোলি, ডায়নামো কিয়েভ, বেসিকতাস
    গ্রুপ সি: বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুশিয়া মশেনগ্লাডবাখ, সেল্টিক
    গ্রুপ ডি: বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোহভেন, এফসি রোস্তোভ 
    গ্রুপ ই: সিএসকেএ মস্কো, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম হটস্পার্স, মোনাকো 
    গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং লিসবন, লেজিয়া
    গ্রুপ জিঃ লেস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুজ, এফসি কোপেনহ্যাগেন
    গ্রুপ এইচ: জুভেন্টাস, সেভিয়া, অলিম্পিক লিঁও, ডায়নামো জাগরেব