চ্যাম্পিয়নস লিগে বাড়ছে 'বড়'দের প্রতিনিধি
গুঞ্জনটা শোনা যাচ্ছিল আগে থেকেই, আনুষ্ঠানিক ঘোষণাটা এলো আজ; চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে ইউরোপের শীর্ষ ৪টি লিগের ৪টি করে দল সরাসরি সুযোগ পাবে গ্রুপ পর্বে। আগামী ২০১৮-১৯ মৌসুম থেকে এ নিয়ম কার্যকর হবে। প্রাথমিকভাবে ২০২১ সাল পর্যন্ত এটি চলবে।
উয়েফার বর্তমান নিয়মে, শীর্ষ ৩টি লিগ স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও জার্মান বুন্দেসলিগা থেকে সেরা ৩টি করে দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়। আর এসব লিগের চার নম্বর দলগুলো যোগ দেয় প্লে-অফ রাউন্ডে। এছাড়া ইতালির সিরি আ থেকে শীর্ষ দুটি দল সরাসরি মূল পর্বে ও তৃতীয় দলটি প্লে অফ খেলে।
নতুন নিয়মে উল্লেখিত ৪টি লিগেরই ৪টি করে শীর্ষ দল সরাসরি মূল পর্বে খেলবে। মহাদেশের বড় ক্লাবগুলোর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে আসছে এমন পরিবর্তন। উল্লেখযোগ্য আরও পরিবর্তনের অংশ হিসেবে বাড়ছে ক্লাবগুলোর জন্য ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বরাদ্দও। বাড়বে ইউরোপীয় টুর্নামেন্টগুলো জেতার সম্মানী।
তবে গ্রুপ পর্বে আপাতত এখনকার মতোই ৩২টি দল থাকবে। এর ফলে নিচের সারির অন্যান্য লিগগুলো থেকে চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ কমে যাবে।