মেসির হ্যাটট্রিকে সপ্তম স্বর্গে বার্সেলোনা
ন্যু ক্যাম্পের ভ্রমণটা সেল্টিকের জন্য তেমন সুখকর হবার সম্ভাবনা কমই ছিল। তাই বলে সাত গোলে উড়ে যাওয়ার কথাও বোধ হয় ভাবেনি কেউ! লিওনেল মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়স লিগের নতুন মৌসুমটা দারুণভাবেই শুরু করেছে বার্সেলোনা।
মেসির হ্যাটট্রিকের দিনে গোল পেয়েছেন নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তাও। চ্যাম্পিয়নস লিগে মেসির এটি ৬ষ্ঠ হ্যাটট্রিক। সুয়ারেজ করেছেন দুই গোল। অন্যদিকে এক ম্যাচে চারটি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন নেইমার!
লা লিগায় আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় এই ম্যাচের আগে কিছুটা চাপেই ছিল এনরিকের দল। তবে মাঠের খেলায় ব্রেন্ডন রজার্সের সেল্টিক একেবারেই পাত্তা পায়নি বার্সার কাছে। ম্যাচের মাত্র তিন মিনিটেই দলকে এগিয়ে দেন মেসি।
এরপর ২৭ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে ম্যাচে বার্সেলোনাকে দুই গোলের লিড এনে দেন মেসি। এর আগে অবশ্য ম্যাচে সমতা আনার দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিল সেল্টিক। ২৪ মিনিটে মুসা ডেম্বেলে পেনাল্টি মিস না করলে জমে উঠত পারত ম্যাচটি।
ম্যাচে এরপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে গোল উৎসবে মেতে ওঠে বার্সেলোনা। ম্যাচের ৫০ মিনিটে ২০ গজ দূর থেকে নেয়া ফ্রি কিকে গোল করেন নেইমার। নেইমারের গোলের ৯ মিনিট পরই আবারও বার্সাকে আনন্দের উপলক্ষ্য এনে দেন ইনিয়েস্তা। নেইমারের পাস থেকে দারুণ এক ভলিতে জালে বল জড়ান স্প্যানিশ মিডফিল্ডার। পরের মিনিটেই মেসি পূরণ করেন হ্যাটট্রিক (৫-০)। এরপর ৭৫ আর ৮৮ মিনিটে সেল্টিকের জালে আরও দু'বার বল জড়িয়ে গোল উৎসব শেষ করেন সুয়ারেজ।
এই গ্রুপের অন্য খেলাটি পরিত্যক্ত হয়েছে বাজে আবহাওয়ার কারণে। ম্যানচেস্টার সিটি - বরুশিয়া মশেনগ্লাডবাখের ম্যাচের পরবর্তী সময় এখনও ঘোষণা করা হয়নি।
রাতের অন্যান্য খেলায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। এফসি রোস্তভের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা। লেভান্ডফস্কি, মুলার, বার্নাটের লক্ষ্যভেদের সাথে জোড়া গোল করেছেন জশুয়া কিমিচ। গ্রুপ 'ডি' এর অন্য খেলায় সল নিগুয়েজের একমাত্র গোলে পিএসভি আইন্দহোভেনকে হারিয়েছে গতবারের রানার্স আপ অ্যাটলেটিকো মাদ্রিদ।
গ্রুপ 'বি' এর খেলায় ডিনামো কিয়েভের সাথে পিছিয়ে পড়েও জয় পেয়েছে নাপোলি। মিলিকের দুই গোলে কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে নাপোলসের ক্লাবটি। বেনফিকা-বেসিকতাসের খেলাটি ড্র হয়েছে ১-১ গোলে। আর 'এ' গ্রুপের দুটি ম্যাচও দেখেছে একই পরিণতি। বাসেল-লুদুগোরেটস, পিএসজি-আর্সেনাল, দু'টি খেলাই ১-১ গোলের ড্র দেখেছে।