পিএসজির শুরু, আর্সেনালের সারা
ম্যাচের তখনও এক মিনিট গড়ায়নি। ডান দিক থেকে সার্জ অরিয়েরের দারুণ এক ক্রসে হেড করলেন এডিনসন কাভানি। গোল! আর্সেনালকে হতম্ভম্ব করে এগিয়ে গেল পিএসজি। কাভানি কি তখন জানতেন ওই গোলটাই ম্যাচের একমাত্র সুখস্মৃতি হয়ে থাকবে? আর্সেন ওয়েঙ্গার কি ভেবেছিলেন শুরুতে খাবি থেকে থাকা আর্সেনাল এই ম্যাচ ড্র করে ফিরবে?
সেজন্য কিছুটা "কৃতিত্ব" অবশ্যই কাভানির পাওনা। পুরো ম্যাচে অন্তত চারটি সহজ সুযোগ নষ্ট করেছেন। প্রথমার্ধে একবার ফাঁকা পোস্ট পেয়েও বল মেরেছেন বাইরে, আরেকবার গোলরক্ষককে একা পেয়েও বল রিসিভ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে দুইটি সহজ সুযোগ নষ্ট করেছেন, তবে সেজন্য আর্সেনাল গোলরক্ষক ডেভিড অসপিনারও কৃতিত্ব আছে। কাভানির শট তো বটেই, ডি মারিয়ার শটসহ অন্তত তিনটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সার্জ অরিয়েরকে রুখে দিয়েছেন ওয়ান-অন-ওয়ানে। পিওতর চেকের জায়গায় সুযোগ পাওয়া নিয়ে কথা হচ্ছিল, ম্যাচ শেষে অন্তত সেটি হওয়ার কথা নয়।
আর্সেনালের এক পয়েন্ট পাওয়াটা এক দিক দিয়ে মহার্ঘ্যই মনে হবে। তবে নিস্ফলা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ভালোভাবেই খেলায় ফিরেছিল আর্সেনাল। শেষ পর্যন্ত গোলটা পায় ৭৭ মিনিটে। আইওবির শট পিএসজি গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরতি বলে দারুণ এক শটে ম্যাচে সমতা ফেরান অ্যালেক্সিস সানচেজ। এরপর দুই দলই সুযোগ পেলেও গোলটা কেউ পায়নি। ম্যাচের শেষ দিকে দুই দলই দশজন নিয়ে শেষ করেছেন, লাল কার্ড দেখেছেন অলিভিয়ের জিরু ও মার্কো ভেরাত্তি।