রিয়ালকে ডর্টমুন্ডের খোঁচা
ম্যাচের আগে কথার লড়াই এখন মোটামুটি খেলারই অংশ। তবে এবার বরুসিয়া ডর্টমুন্ড সেরকম একটা কাজই করেছে তাদের টুইটারে। আগামিকাল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের একদিন আগে ডর্টমুন্ডের টুইটার প্রোফাইলে মাদ্রিদকে মজার একটা খোঁচা দেয়া হয়েছে। ‘হলুদ’ জার্সির দলের সাথে তাঁদের সাম্প্রতিক খারাপ খেলার কথাই মনে করিয়ে দেয়া হয়েছে এখানে।
লা লিগার গত ২ ম্যাচেই পয়েন্ট খুইয়েছে জিদানের মাদ্রিদ। লাস পালমাস এবং ভিলারিয়ালের সাথে ড্র করেছে তারা। মজার ব্যাপার হচ্ছে, এই দুই দলের জার্সির রঙই ছিল হলুদ! এজন্যই হলুদ জার্সিতে খেলা ডর্টমুন্ড হয়ত রিয়ালকে ব্যাপারটা মনে করিয়ে দিতে চাইছে। তাঁদের প্রোফাইল থেকেও বলা হচ্ছে সেটিই, “হলুদ জার্সিদের সাথে তোমাদের সময়টা কঠিন যাচ্ছে, তাই না রিয়াল?”
এই টুইটের কোন জবাব দেয়নি মাদ্রিদ। তবে গ্রুপের আরেক দল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন অবশ্য জবাব দিয়েছে, “এবং সবুজ জার্সির সাথেও! দুই দলকে শুভকামনা।” প্রথম ম্যাচে সবুজ জার্সি পরিহিত লিসবনের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় রিয়াল।