ইউরোপে হাসল ইংলিশরা
আগের দুই ম্যাচে সাত গোল হজম করে লেস্টার সিটির আত্মবিশ্বাস ছিল তলানীতেই। প্রিমিয়ার লিগে ধারাবাহিক না হলেও অবশ্য প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেই এখানেও চমক দেখাচ্ছে ক্লদিও র্যানিয়েরির লেস্টার সিটি। ইউরোপে জয়ের ধারা অব্যাহত রেখে দুই ম্যাচ থেকে পুরো ৬ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ফক্সরা। এবার তাদের শিকার এফসি পোর্তো।
নিজেদের মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। গোল করেছেন ইসলাম সিলমানি। ক্লাব ট্রান্সফার ফির রেকর্ড গড়ে এই সিলমানিকে কেনার পর থেকে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করেছেন এই স্ট্রাইকার। ২৫ মিনিটে মাহরেজের ক্রস থেকে হেডে করা গোলটি আবার অন্যরকম এক তাৎপর্য বহন করে সিলমানির নিজের জন্যও! এই নিয়ে ইকার ক্যাসিয়াসের জালে তিন ম্যাচে পাঁচবার বল জড়িয়েছেন আলজেরিয়ান এই স্ট্রাইকার।
এই জয়ে নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে লেস্টার সিটি। ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই টানা দুই ম্যাচ জিতল র্যানিয়েরির দল।
লেস্টার সিটির মতোই আরেক ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার্সও জয় পেয়েছে ১-০ গোলেই। সিএসকেএ মস্কোর বিপক্ষে জয়সূচক গোলটির জন্য ৭১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পচেত্তিনোর দলকে। হিউং মিন সনের গোলে পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল স্পার্স। এতে অবশ্য সিএসকেএ গোলরক্ষক আকিনফেভের 'অবদানটাই' বেশি ছিল। গোলকিপারের খামখেয়ালির সুযোগেই গোলের দেখা পেয়ে যান সাউথ কোরিয়ান উইঙ্গার। এই গ্রুপের অন্য খেলায় হার্নান্দেজের গোলে এগিয়ে গিয়েও মোনাকোর সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেন।
গ্রুপ 'এইচে' জুভেন্টাস বড় জয় পেয়েছে। ক্রোয়েশিয়ান ক্লাব ডিনামো জাগরেবের বিপক্ষে তাদের জয়টা ৪-০ গোলের। পিয়ানিচ, হিগুয়েইন, দিবালাদের সবাই পেয়েছেন গোলের দেখা। শেষ গোলটি ছিল আত্মঘাতী। একই গ্রুপের অন্য খেলায় সেভিয়া ১-০ গোলে হারিয়েছে লিওকে।