রিয়ালের "হলুদ-অভিশাপ" চলছেই
ম্যাচের আগেই খোঁচা দিয়ে কথাটা মনে করিয়ে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। লা লিগায় আগের দুই ম্যাচেই ড্র করেছিল রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল-লাস পালমাস দুই প্রতিপক্ষেরই জার্সি হলুদ। আরেক হলুদ ডর্টমুন্ডের সঙ্গে সেই ফাঁড়াটা আজ কেটে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আন্দ্রে শুরলের গোলে ড্র করল ডর্টমুন্ড। রোমাঞ্চকর এক ম্যাচ শেষ হলো ২-২ গোলের ড্রতে।
জিনেদিন জিদানের জন্যও তো ম্যাচটা ছিল আরেকটা ফাঁড়া কাটানোর। কোচ ও খেলোয়াড় হিসেবে জার্মানিতে চ্যাম্পিয়নস লিগে এর আগে আট ম্যাচের একটিতেও জয় পাননি। আজও পেতে পেতে সেটি পাওয়া হলো না।
তবে একটা "সান্ত্বনা" রিয়াল পেতে পারে। ডর্টমুন্ডের সঙ্গে ক্রমিক হারটা তো ঠেকানো গেল। সিফনাল ইডুনা পার্কে সর্বশেষ তিন ম্যাচেই হেরে ফিরতে হয়েছিল রিয়ালকে। আজ শেষ পর্যন্ত ড্র করে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পেরেছে।
তবে জিদান তাতে সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। দুই বার এগিয়ে গিয়েও যে জিততে পারেনি রিয়াল! অবশ্য বল দখল ও সুযোগ সৃষ্টিতে ডর্টমুন্ডই বেশি এগিয়ে ছিল। রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস বাধা না হয়ে দাঁড়ালে ফিরতে পারত জয় নিয়েই।
ম্যাচের শুরুতে ওয়ান টু ওয়ানে সহজ একটা সুযোগ নষ্ট করেন বেনজেমা। প্রথম গোলের জন্য রিয়ালকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ১৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক প্রতি আক্রমণ থেকে ডান পায়ের শটে গোল করে এগিয়ে দেন রিয়ালকে।এ নিয়ে ডর্টমুন্ডের মাঠে খেলা সর্বশেষ তিন ম্যাচেই গোল পেলেন রোনালদো। গোল করেই জিদানের সাথে উদযাপন করে বুঝিয়ে দেন, চিড় ধরে নি কোচের সাথে সম্পর্কে। প্রথমার্ধে যখন রিয়াল এগিয়ে থেকে শেষ করবে বলেই মনে হচ্ছিল, তখনই সমতা আনে ডর্টমুন্ড। সেই দায়টা নাভাসেরই, পাঞ্চ করতে গিয়েই সহজ একটা সুযোগ তুলে দেন অবামেয়াংয়ের পায়ে। ডর্টমুন্ড স্ট্রাইকার সেটা নষ্ট করেননি।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে রিয়ালকে সন্ত্রস্ত করে রাখে ডর্টমুন্ড। কিন্তু গোল পেয়ে যায় রিয়ালই, ৬৮ মিনিটে রোনালদোর ক্রস থেকে বেনজেমা শট পোস্টে লেগে ফিরে এলে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভারান বল জালে জড়িয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত ৮৭ মিনিটে শুরলের বাঁ পায়ের দারুণ এক শটে সমতা আনে ডর্টমুন্ড। এই ড্রয়ে ২ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলে শীর্ষে আছে ডর্টমুন্ড। রিয়ালের পরবর্তী খেলা লেজিয়া ওয়ারশর বিপক্ষে। আর ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।