• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    জার্মানদের পেলেই দুর্দান্ত রোনালদো

    জার্মানদের পেলেই দুর্দান্ত রোনালদো    

    চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে গোল করতে মনে হয় একটু বেশিই ভালবাসেন ক্রিস্টিয়ানো রোনালদো।  জার্মান ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ১৭ টি ম্যাচ খেলে ১৮ গোল করেছেন এই পর্তুগিজ। ম্যাচপ্রতি গোলের সংখ্যা ১.০৬।

    গতরাতে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে ম্যাচের ১৭ মিনিটে পেয়েছেন নিজের প্রথম গোল। এই নিয়ে ডর্টমুন্ডের বিপক্ষে তাঁর গোলের সংখ্যা দাঁড়ালো ৪। ২০১২-১৩ মৌসুমের দেখায় তাদের সাথে করেছিলেন ২ গোল, পরের বছর করেন আরেকটি।  সিআর সেভেনের প্রিয় জার্মান প্রতিপক্ষ অবশ্য ফুটবল ক্লাব শালকে, এই ক্লাবের বিপক্ষে ৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭। গোলগুলো করেছিলেন  ২০১৩-১৪,২০১৪-১৫  মৌসুমে।

    রোনালদো বায়ার্ন মিউনিখের সাথে করেছেন ৪ গোল। ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে করেছিলেন ২ গোল, পরের বছরের সেমিতেও জোড়া গোল করেন।  ভলফসবুর্গের বিপক্ষে এই সংখ্যা ৩, গতবছর কোয়ার্টার ফাইনালে তাদের বিপক্ষে হ্যাট্রিক করে রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৩-০৪ মৌসুমে খেলেছিলেন স্টুটগার্টের সাথে, তবে কোন গোলের দেখা পাননি।

    রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে তাঁর বর্তমান গোলসংখ্যা ৯৮। আর দুটি গোল করলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মালিক হয়ে যাবেন।