"অ্যাওয়ে" ফাঁড়া কাটাতে পারবে বায়ার্ন?
চ্যাম্পিয়নস লিগের ডি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মৌসুমের সেমিফাইনালের পর আবারো মুখোমুখি দুই দল। তবে অ্যাটলেটিকোর মাঠে খেলতে যাওয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই কার্লো আনচেলত্তির দল। অ্যাওয়ে ম্যাচে সাম্প্রতিক সময়ের রেকর্ডটা একেবারেই তাদের পক্ষে কথা বলছে না।
ঘরের মাঠে বায়ার্ন বরাবরই দুর্দান্ত। এই মৌসুমেও লিগে সবগুলো ম্যাচ জিতেছে, আছে পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ঘরের বাইরের ম্যাচগুলোতেই যত বিপত্তি। শেষ ১০ অ্যাওয়ে ম্যাচের মাত্র ২ টি জয় পাওয়া বায়ার্ন এই ম্যাচেই জয়খরা কাটিয়ে উঠতে চাইবে।
ঘরের বাইরে গত মৌসুমে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পোর্তো,ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল বায়ার্ন। বেনফিকা, জুভেন্টাসের সাথে করেছিল ড্র। শেষবার ঘরের বাইরে জয় এসেছিল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোস এবং ডায়নামো জাগরেবের বিপক্ষে।
স্পেনে বায়ার্নের রেকর্ডটা আরও বেশি চিন্তার ভাজ ফেলে দিচ্ছে কোচের কপালে। এখানে শেষ ১৩ ম্যাচে মাত্র ২টিতে জয় এসেছে। এমনকি ২০১৪ সালের রিয়ালের বিপক্ষে ম্যাচের পর কোন গোলও করতে পারেনি লিগে গোলের বন্যা বইয়ে দেয়া দলটি।