• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অবশেষে পয়েন্ট হারাল গার্দিওলার সিটি

    অবশেষে পয়েন্ট হারাল গার্দিওলার সিটি    

    সবকিছু ভালোই চলছিল পেপ গার্দিওলা, ইংলিশ লিগ-চ্যাম্পিয়নয়স লিগ সবখানেই চলছিল ম্যানচেস্টার সিটির জয়রথ। কিন্তু কে জানত, বার্সার মাঠে গিয়ে সাত গোল হজম করে আসা সেল্টিকই থামাবে সেই রথ? দুর্দান্ত এক ম্যাচে ৩-৩ গোলে ড্র করে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারাল সিটি। গ্রুপের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও জার্মান ক্লাব মনশেনগ্লাডবাখের মাঠে গিয়ে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। 


    সেল্টিক-সিটির স্কোরলাইনের দিকে ভালমতো তাকালেই বিস্ময়ে চোখ কপালে উঠতে পারে। নিজেদের মাঠে তিন বার এগিয়ে গেছে সেল্টিক, তিন বারই সমতা এনেছে সিটি। কিন্তু কী অবিশ্বাস্য, তিন বারই সেল্টিক এগিয়ে যাওয়ার ঠিক আট মিনিট পরেই গোল শোধ করেছে সিটি! ৩ মিনিটে মুসা ডেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর ১১ মিনিটে ফার্নান্দিনহোর গোলে সমতা এনেছে সিটি। 


    ২০ মিনিটে রাহিম স্টার্লিং আত্মঘাতী গোলে আবার এগিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেল্টিককে। ঠিক আট মিনিট এই মৌসুমে নতুন করে নিজেকে ফিরে পাওয়া স্টার্লিং গোল করে "প্রায়শ্চিত্ত" করেছেন সেই অপরাধের। বিরতির পর ৪৭ মিনিটে ডেম্বেলে ম্যাচের দ্বিতীয় গোল করে আবার এগিয়ে দিয়েছেন সেল্টিককে। এবারও সমতা ফিরিয়েছে সিটি, আট মিনিট পর গোল করেছেন নলিতো। 

     


    বার্সার জয়টাও সহজে আসেনি। ৩৪ মিনিটেই এই মৌসুমে দারুণ খেলতে থাকা থরগ্যান হ্যাজার্ড গোল করে এগিয়ে দিয়েছেন গ্লাডবাখকে। প্রথমার্ধে বার্সা আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরদা তুরানের গোলে সমতা ফিরিয়েছে বার্সেলোনা। ৭৪ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে দিয়েছেন জেরার্ড পিকে। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ১১টি গোল হয়ে গেল পিকের। ডিফেন্ডারদের মধ্যে তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু রিয়ালের দুই সাবেক রবার্তো কার্লোস ও ইভান হেলগুয়েরার।