অবামেয়াং-পুত্রকে রোনালদোর উপহার
বাবা নিজেই একজন জনপ্রিয় ফুটবলার। তবে বাবা ছাড়াও অন্যকোনো ফুটবলারকে পছন্দ করার খবরটা ফুটবল বিশ্বে নতুন নয়। ফিফা ব্যালন ডি’অর এর অনুষ্ঠানেই রোনালদো পুত্রকে মেসির সাথে দেখা করে বেশ খুশি হতে দেখা গিয়েছিল। এবার রোনালদোর জার্সি পেয়ে তেমনই উৎফুল্ল হতে দেখা গেছে আরেক তারকা ফুটবলারের পুত্র সন্তানকে। সারা বিশ্বজুড়ে রোনালদোর অসংখ্য ভক্তের একজন অবামেয়াং পুত্র কার্টিস। গতকাল সিআর সেভেনের জার্সি হাতে হাস্যোজ্জ্বল ছেলের ছবি পোস্ট করেন বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পিঁয়েরে এমেরিক অবামেয়াং। সেইসাথে ছবির ক্যাপশনে সন্তানের খুশির কথাও জানান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের খেলায় গত বুধবার ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের মাঠে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে একটি গোল করেছেন রোনালদো। অন্যদিকে ডর্টমুন্ডের দুই গোলের একটি এসেছে অবামেয়াংয়ের পা থেকে। সেই ম্যাচের শেষে রোনালদোর সাথে জার্সি অদলবদল করেন এই ডর্টমুন্ড স্ট্রাইকার। পর্তুগিজ তারকার সেই জার্সি নিয়ে উপহার দিয়েছেন তাঁর ছেলে কার্টিসকে। সিআর সেভেনের কাদামাখা সেই জার্সি পেয়ে বেজায় খুশি অবামেয়াংয়ের শিশুপুত্র। মুহূর্তের ছবি তুলে ইন্সটাগ্রামে আপলোড করেন অবামেয়াং। পাশাপাশি রোনালদোকে ধন্যবাদ দিতেও ভুলেন নি এই আফ্রিকার সেরা ফুটবলার। ছবির ক্যাপশনে রোনালদোকে উল্লেখ করেই জানান, “রোনালদো, তুমি আমার ছেলেকে আনন্দিত করেছ।”