• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সাকে হারানোর কৌশল জানেন গার্দিওলা!

    বার্সাকে হারানোর কৌশল জানেন গার্দিওলা!    

    কোচ হিসাবে বার্সার হয়ে জিতেছেন সবকিছুই। কালের পরিক্রমায় এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। আগামীকাল সিটির কোচ হিসাবে ফিরে যাচ্ছেন সেই স্মৃতিবিজড়িত ন্যু ক্যাম্পে। চ্যাম্পিয়নস লিগে ভালো ফর্মে থাকা বার্সাকে কি হারাতে পারবে সিটি, এরকম একটা গুঞ্জন উঠে গেছে এরই মাঝে। তবে সিটির মিডফিল্ডার ইলকে গুনদোগান মনে করেন, বার্সা এবং মেসিকে আটকানোর কৌশল ভালমতোই জানেন গার্দিওলা।

     

    প্রথমবারের মতো ন্যু ক্যাম্পে খেলতে যাচ্ছেন গুনদোগান। শক্তিশালী বার্সার বিপক্ষে দলকে ভালোভাবেই প্রস্তুত করবেন গার্দিওলা, এরকমই মনে করছেন এই জার্মান মিডফিল্ডার, “আমি জানি এটা আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমরা এই মৌসুমে যতগুলো দলের বিপক্ষে খেলেছি তাঁদের মধ্যে বার্সাই সেরা। আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গার্দিওলা তাঁদেরকে চেনেন। ক্লাব, মাঠ, মেসি সবার সাথেই তিনি পরিচিত। বার্সার খেলার ধরনটা তিনি বোঝেন। তাই অন্য যেকোনো কোচের চেয়ে তিনি আমাদের আর বেশি তথ্য দিতে পারবেন।”

     

    বার্সার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই মানছেন। কিন্তু তবুও নিজেদের উপরে বিশ্বাস রাখছেন গুনদোগান, “আমি আগে কখনো তাঁদের বিপক্ষে খেলিনি। কিন্তু আমরা সবাই জানি তাঁদের বিশ্বসেরা কিছু ফুটবলার আছে। সম্ভবত বিশ্বের সেরা ফুটবলার মেসি তাঁদের দলে আছেন। লড়াইটা কঠিন হবে, কিন্তু আমরা ভয় পাচ্ছিনা। আমরা তাদের মাঠে গিয়ে খেলার জন্য মুখিয়ে আছি।”


    গত ৩ ম্যাচে জয়হীন সিটি কিছুটা হলেও খেই হারিয়ে ফেলেছে। বার্সার বিপক্ষে তাই জয়ের ধারায় ফিরতে চাইবে গার্দিওলার দল।