লেগিয়া সমর্থকদের সাথে মাদ্রিদ পুলিশের সংঘর্ষ
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সূচি নির্ধারণের পর থেকেই লেগিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে নানান শঙ্কা কাজ করছিল। মাঠের লড়াই নিয়ে হয়ত খুব একটা ভাবেননি মাদ্রিদের কেউই। কিন্তু মাঠের বাইরের হাঙ্গামার আশংকায় ভীত ছিলেন সবাই। পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশের ‘আল্ট্রাস’ সমর্থকদের ইতিহাস একেবারেই সুখকর নয়। তাই বার্নাব্যুর আশেপাশে নেয়া হয়েছিল জোরদার নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এতকিছুর পরেও সংঘর্ষ এড়ানো যায়নি।
‘দ্য টেডি বয় নাইনটি ফাইভ আল্ট্রাস’ নামে লেগিয়া ওয়ারশের সমর্থক গোষ্ঠীর দুর্নামটা গোটা ইউরোপ জুড়েই। বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছে তারা। এ কারণেই গতকাল ম্যাচের আগে স্টেডিয়ামের আশেপাশে মোতায়েন করা হয়েছিল প্রায় ১৫০০ পুলিশ, ছিল সাদা পোশাকের ৭০০ নিরাপত্তা কর্মীও।
কিন্তু ম্যাচের আগে স্বভাবসুলভভাবেই নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ লাগিয়ে দেয় লেগিয়া সমর্থেকরা। রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় দুপক্ষের ৭ জন আহত হয়েছে, এদের ভিতর ৫ জন লেগিয়া সমর্থক, ২ জন পুলিশ।
এর আগে গতকাল সকালে মাদ্রিদের এক পানশালায় মোবাইল ফোন চুরির ঘটনায় ৩ জন লেগিয়া ভক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।