• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নিন্দুকদের জবাব দিলেন বুফন

    নিন্দুকদের জবাব দিলেন বুফন    

    প্রায় দুই দশক ধরে ইতালির গোলপোস্টের অতন্দ্র প্রহরী তিনি। জাতীয় দল কিংবা ক্লাব, দুই জায়গাতেই তাঁর রেকর্ডের ছড়াছড়ি। চল্লিশের ঘরে পা রাখা জিয়ানলুইজি বুফন যেন ইতালির প্রতিচ্ছবি। কিন্তু গত দুই ম্যাচের বেশকিছু ভুলের জন্য শুনতে হয়েছে সমালোচনা। ‘বুড়ো বুফনের দিন শেষ’, এরকম কথাও উঠেছিলো। তবে গতকাল অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচটায় দুর্দান্ত পারফর্ম করে আবার প্রমাণ করে দিয়েছেন তিনিই সেরা।

     

    গতরাতের ম্যাচে বুফন যেন ফিরে গিয়েছিলেন তাঁর যৌবনকালে। ৩৬ মিনিটে লাকাজেটের নেয়া পেনাল্টি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন। প্রায় ১৩ বছর আগে নির্ধারিত সময়ে ঠেকিয়েছিলেন রিয়াল মাদ্রিদের লুইস ফিগোর নেয়া স্পট কিকটি। নাবিল ফেকিরের শটও দারুণভাবে ফিরিয়ে দিয়েছেন। ৫৪ মিনিটে মারিও লেমিনা দ্বিতীয় হলুদ কার্ড দেখে  মাঠ ছাড়লেও জয় নিয়েই মাঠ ছেড়েছে জুভেন্টাস।

     

    সব সমালোচনার জবাব দিতে পেরে অনেকটাই নির্ভার বুফন, “মানুষ চাইলে আমার শবদাহ করতে পারে, কিন্তু সেখানে কেউ থাকবে না। আমি নিজেই নিজের সমালোচনা করতে পছন্দ করি। কিন্তু তাই বলে এরকম মানুষের কথা শুনতে আমি রাজি নই। গত কয়েক সপ্তাহে অনেক আজেবাজে কথাই শুনতে হয়েছে আমাকে। এর মাঝে শুধু একটি কথার সাথেই একমত আমি, “বুফন থেকে আরও বেশি প্রত্যাশা করি আমরা"।”

     

    জুভদের পারফম্যান্সেও খুশি বুফন, তবে আরও উন্নতি দেখতে চান, “দলের আরও উন্নতি করা উচিত। অনেকদূর যাওয়ার জন্য এটা যথেষ্ট নয়। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আমরা দল হিসাবে আরও ভালো খেলেছি। কঠিন পরিস্থিতিতে ভালো খেলাটা আমাদের জন্য ভালো লক্ষণ। তবে আরও ভালো করার সুযোগ রয়েছে। যদি আমরা সুযোগগুলো কাজে লাগাতে না পারি তাহলে সেটা সত্যি  হতাশাজনক হবে।”