• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসিকে ভয় পাচ্ছেন না স্টোনস

    মেসিকে ভয় পাচ্ছেন না স্টোনস    

    রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-বার্সেলোনা। এর আগে সিটির সঙ্গে চার দেখায় দুই গোল করেছিলেন মেসি। আজ তাঁর দিকেই সিটির চোখ থাকবে আলাদা করে। তবে মেসিকে একেবারেই ভয় পাচ্ছেন না সিটি ডিফেন্ডার জন স্টোনস। বরং তাঁর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন।

     

    আজ মেসিকে আটকানোর দায়িত্বটা তাঁর উপরেই বর্তাবে। তবে এটা নিয়ে খুব একটা চিন্তিত নন স্টোনস, “আসলে মেসিকে আমি ভয় পাচ্ছিনা। সেরাদের বিপক্ষে খেলেই নিজের সেরাটা বের করে আনতে হয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছি।”

     

    মেসিকে সেরা হিসাবেই মেনে নিচ্ছেন স্টোনস, “আমার মতে মেসি পৃথিবীর সেরা ফুটবলার। তিনি একজনই। একজন ফুটবলার হিসাবে তাঁর বিপক্ষে খেলা সব ফুটবলারের কাম্য। আমি তাঁর বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। শুধু সে না, বার্সার বাকিদের বিপক্ষেও একইরকম ভাবছি। সুয়ারেজও লিভারপুলে খেলার পর থেকে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন।”

     

    ছোটবেলা থেকেই মেসির খেলা দেখছেন এই তরুণ ডিফেন্ডার। তাঁর বিপক্ষে খেলার ব্যাপারে ভেবেই শিহরিত স্টোনস, “এটা দারুণ একটা ব্যাপার। ছোটবেলা থেকেই বার্সার খেলা দেখছি। তাঁদের দল, মাঠ সবকিছুই অসাধারণ। এটা আমার পরিবার, ক্লাব এবং আমার নিজের জন্য অনেক বড় একটা মুহূর্ত। মেসির খেলার ধরন বরাবরই আমার পছন্দ। বার্সার মুখোমুখি হওয়া দারুণ একটা ব্যাপার হবে।