• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    আবার ন্যু ক্যাম্পে গার্দিওলার "লজ্জা"

    আবার ন্যু ক্যাম্পে গার্দিওলার "লজ্জা"    

    ন্যু ক্যাম্পে ফেরা যেন অভিশাপই হয়ে দাঁড়িয়েছে পেপ গার্দিওলার জন্য। বায়ার্নের হয়ে দুই বছর আগে তিন গোলের লজ্জা নিয়ে ফিরে যেতে হয়েছিল। ম্যানচেস্টার সিটির হয়ে এবার তার চেয়েও ভুলে যাওয়ার একটা দিন কাটল।  লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলের হার নিয়ে ইংল্যান্ডে ফিরছেন গার্দিওলা। 

    অবশ্য শুধু গার্দিওলাই ফেরেননি বার্সায়। ফিরেছেন ক্লদিও ব্রাভোও। কে জানত, সেই ফেরাটা ব্রাভোর জন্য এমন ভুলে যাওয়ার মতো হবে? লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সিটি গোলরক্ষক। 
    ম্যাচের আগে "মেসি ও বার্সাকে ভয় পাই না" বলে আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন ডি ব্রুইন ও স্টোন্স। কিন্তু আবারো সেই মেসির কাছেই পরাস্ত হয়েছে সিটি। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ইনিয়েস্তার সাথে ওয়ান-টু খেলার চেষ্টা করেন লিও। ইনিয়েস্তার পাস ক্লিয়ার করতে যেয়ে ডিবক্সে পড়ে যান ফার্নান্দিনহো। এই সুযোগে দৌড়ে বল দখলে নিয়ে ব্রাভোকে কাটিয়ে গোল করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৯০তম গোল। এর কিছু পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন রাকিটিচ। ওদিকে গুন্ডোগান ও নোলিতোকে রুখে দিয়ে বার্সার লিড ধরে রাখেন টার স্টেগেন। প্রথমার্ধে দুর্ভাগ্যজনকভাবে পিকে ও আলবাকে ইঞ্জুরির জন্য মাঠ ছাড়তে হয়। 

    প্রথমার্ধটা দারুণভাবে শেষ করেছিল সিটি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বার্সার উপর চড়াও হয় ডি ব্রুইনরা। কিন্তু সব হিসাব পালটে যায় ৫৩ মিনিটে। ডি বক্সের বাইরে হাত দিয়ে বল ধরার কারণে লাল কার্ড দেখেন ব্রাভো। দশজনের সিটিকে পেয়ে রীতিমত ছেলেখেলাতেই মাতে বার্সা। ইনিয়েস্তার পাস থেকে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৬৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন লা পুলগা। ক্যারিয়ারে এটি তার ৩৭তম হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম ও সর্বোচ্চ। এই গোলের সুবাদে ইউসিএলে নিজ মাঠে রাউলের করা ৪৯ গোলের রেকর্ড ভাঙ্গলেন মেসি(৫০)। 

    কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেরেমি ম্যাথিউ। দুই দলই হয়ে যায় দশজনের। ডি ব্রুইন, সিলভাদের পুরোটা ম্যাচ দমিয়ে রেখেছেন টার স্টেগেন ও উমতিতি। মেসি মূল নায়ক হলেও জয়ের কৃতিত্ব এই দুইজনেরও কোনো অংশে কম নয়। ম্যাচের শেষ দিকে নেইমার পেনাল্টি মিস না করলে ব্যবধান আরো বড় হতে পারতো। এর কিছু আগে আরো এক সুযোগ হাতছাড়া করেছিলেন এই ব্রাজিলিয়ান। অবশ্য ৮৯ মিনিটে মেসির পাস থেকে ঠিকই গোল পান নেইমার। আগের মিস দুটি না করলে হ্যাটট্রিকও হয়ে যেত এই উইঙ্গারের।

    এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। গ্রুপের অপর ম্যাচে সেল্টিককে তাদেরই মাঠে ০-২ গোলে হারিয়েছে বরুশিয়া মুনশেনগ্লাডবাখ।