• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    গার্দিওলার জন্য বার্সার ম্যাচ ফাইনাল

    গার্দিওলার জন্য বার্সার ম্যাচ ফাইনাল    

    বার্সেলোনা মানেই ম্যানচেস্টার সিটির জন্য বিভীষিকা। এর আগে বার্সার সঙ্গে পাঁচবারের দেখায় প্রতিবারই হারের মুখ দেখেছিল সিটি। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম দেখায়  ৪-০ গোলে হারের লজ্জা পেতে হয়েছিল ন্যু ক্যাম্পে। আজ নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচকে তাই নিজেদের জন্য ‘ফাইনাল’ ভাবছেন  সিটি কোচ পেপ গার্দিওলা।

     
     প্রথম তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পরের পরর প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। তবে চার পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে স্বস্তিতে নেই সিটি। এক পয়েন্ট পিছিয়ে নিঃশ্বাস ফেলছে বরুসিয়া মনশেনগ্লাডবাচ। বার্সার বিপক্ষে তাই জয় ছাড়া আর কিছুই ভাবছেন না গার্দিওলা, “আমরা ৪-০ তে হেরেছিলাম সেবার, যদিও অনেক কিছুই শেখার ছিল ওই ম্যাচে। আমাদের দলের অনেক সদস্যের জন্য ওটাই ছিল ন্যু ক্যাম্পে প্রথম সফর। এবার আরও ভালো ফলাফল আশা করছি। আজকের ম্যাচটা আমাদের জন্য ফাইনালের সমান।”
     

    বার্সাকে হারানোর কৌশল জানেন  গার্দিওলা, এরকম কথা শোনা গিয়েছিল সিটি ফুটবলারদের মুখেই। তবে সেবার খুব একটা কাজে দেয়নি তাঁর কৌশল। এবার ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করবেন, “ যদি আমরা জিততে চাই তাহলে মোটামুটি নিখুঁতভাবে খেলতে হবে। যদি এটা না হয় তাহলে সেল্টিক এবং বরুসিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবা শুরু করতে হবে আজকের পর থেকেই।”

     

    বার্সার বিপক্ষে ম্যাচে ভুলের কোনো সুযোগ নেই বলেই জানান এই সাবেক বার্সা কোচ, “আমরা বারবার চেষ্টা করে যাবো। মাঠে নামার আগে আমি কখনই ভাবিনা আমরা জিতবো না। বার্সা আপনার ভুলের সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগায়। তাই আমাদের পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রেখেই খেলতে হবে।”